জুমবাংলা ডেস্ক : শাক সবজিতে থাকে ক্যান্সার করে এমন ভয়ানক কীটনাশক। ছাগল ভেড়া হাঁস মুরগি মোষ শুকর যাদের খাদ্য হিসেবে বড় করা হয়, তাদের রোগমুক্ত রাখার জন্য এবং মোটাতাজা করার জন্য এত বেশি এন্টিবায়োটিক খাওয়ানো হয়, যে, তাদের শরীরে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স জন্ম নেয়। তাদের খেয়ে খেয়ে আমাদের শরীরও তাদের মতোই হচ্ছে। ব্যাক্টেরিয়া আমাদের আক্রমণ করলে কোনও এন্টিবায়োটিক দিয়ে সেই ব্যাক্টেরিয়া মারা সম্ভব নয়।
আজ এন্টিবায়োটিক দেওয়া হয় না এমন মাংস আর কীটনাশক দেওয়া হয় না এমন শাক সবজির দোকানের খোঁজে বেরিয়েছিলাম। যে ক’টা দোকান দেখলাম সবকটাতেই বড়লোকেরা ঘোরাঘুরি করছেন। স্বাভাবিকের চেয়ে চতুর্গুণ পঞ্চগুণ দাম দিয়ে তাঁরা খাবার কিনছেন। আমার কি সাধ্য আছে ২০ টাকার জিনিস ২০০ টাকায় কেনার? আজ কিনেছি, প্রতিদিন তো পারবো না। আসলে স্বাস্থ্যটা ধনীদের জন্য, বেঁচে থাকাটা, ভালো থাকাটা ধনীদের জন্য।
(ফেসবুক থেকে সংগৃহীত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।