জুমবাংলা ডেস্ক: বাগেরহাটে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে এক মাসে ১ হাজার ৩৮১ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। খবর ইউএনবি’র।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পুলিশ সদস্যদের সাথে নিয়ে প্রতিদিন গণপরিবহন, হাটবাজারসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল আলম জানান, মানুষ যাতে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য এ অভিযান চালানো হচ্ছে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৬ থেকে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। ১ থেকে ৩০ জুন পর্যন্ত ২৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযান চালিয়ে এক হাজার ৩৮১ জনের কাছ থেকে নয় লাখ ২৮ হাজার ৭৭০ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে এক হাজার ৩৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।