জুমবাংলা ডেস্ক : করোনার মহামারীর মধ্যে গত ২১ জুলাই স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগের একদিন পরেই নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে (৩৮০১৩) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে বদলি ও পদায়ন করা হয়। এরপর ২৬ জুলাই তিনি তার যোগদানের পত্রেও মহাপরিচালক হিসেবেই স্বাক্ষরও করেন।
তবে নিয়োগের প্রায় দুই সপ্তাহ পর তাকে ‘ভারপ্রাপ্ত মহাপরিচালক’ করে পুনরায় প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। ‘একই নম্বর ও তারিখের স্থলাভিষিক্ত’ শিরোনামের নতুন প্রজ্ঞাপনে আগের প্রজ্ঞাপন জারির তারিখই (২৩ জুলাই) ব্যবহার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ের নানা ঘটনায় বহুল আলোচিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদ এমন ঘটনা দেখা দিয়েছে নতুন কৌতূহল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।