জুমবাংলা ডেস্ক : স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে আরও ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ফলে আগামী ২০২২ সাল পর্যন্ত অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. আবুল বাসার।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধা স্থগিত করে চলতি ৩১ ডিসেম্বর অথবা পরবর্তী যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদ পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ জারি করা হয়।
তার এই অতিরিক্ত দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
খুরশীদ আলম ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস থেকে শল্যবিদ্যায় এফসিপিএস অর্জন করেন। পরবর্তীতে তিনি অস্থিশল্যবিদ্যায় এমএস এবং ইংল্যান্ড থেকে এফআরসিএস অর্জন করেন।
২০১৮ সালে আলম ঢাকা মেডিকেল কলেজে শল্যবিদ্যার অধ্যাপক পদে যোগদান করেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যোগদানের পূর্বপর্যন্ত তিনি এই কলেজের শল্যবিদ্যার বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস এর ষাম্মানিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। চলতি বছর ২৩ জুলাই তাকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



