জুমবাংলা ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব বাবুকে (২৮) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে নিহত শিহাব বাবুর স্ত্রী রুমি বেগম বাদি হয়ে শাজাহানপুর থানায় এই মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় চারজন ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাবরুল বাজার এলাকায় আধিপত্য বিস্তার, মৎস্য আড়তে চাঁদাবাজি ও পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব বাবুকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শিহাব বাবু শাবরুল গ্রামের মাছ ব্যবসায়ী মৃত সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় বাজারে বাবার মৎস্য আড়ৎ পরিচালনা করতেন বাবু।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদেরকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার স্বার্থে আসামিদের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।