Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে মাঠের বাইরে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে গৃহবন্দি এই সময়টাতে একেবারে বসে নেই মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। শরীর ফিট রাখার জন্য ঘরে হোক বা জিমনেশিয়ামে ঘাম ঝরাচ্ছেন তারা।
ইতোমধ্যে মুশফিক ব্যক্তিগতভাবে মাঠে গিয়ে অনুশীলন সেরেছেন। তবে বাকিরা এখনও সেই পথে হাঁটেননি। শরীর ফিট রাখতে ঘরেই ঘাম ঝরাচ্ছেন আরেক সিনিয়র টাইগার মাহমুদউল্লাহ। নিজের অনুশীলনের ভিডিও এর আগেও কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার।
কিভাবে ফিটনেস অনুশীলন করছেন তা এবারও ভক্ত-সমর্থকদের জন্য পোস্ট করেছেন মাহমুউদল্লাহ। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফিটনেস অনুশীলনের এক ভিডিও পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, স্ব-অনুপ্রেরণা হচ্ছে ইতিবাচক থাকা এবং এগিয়ে যাওয়ার মূলমন্ত্র।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।