স্মার্টফোনের পাশাপাশি গেল কয়েক বছরে আরেকটি স্মার্ট ডিভাইসের ব্যবহার লাফিয়ে বেড়েছে, তা হলো স্মার্টওয়াচ। বর্তমানে সব জায়গাতেই মানুষের হাতে স্মার্টওয়াচ দেখা যায় অহরহ। অনেকেই স্মার্টওয়াচ কিনে সময় দেখা এবং মাঝে মধ্যে কয়েকটি ফিচার ব্যবহার করা ছাড়া আর কোনো কিছুই করেন না। এতে অধিকাংশ সময় স্ক্রিন অফ থাকে স্মার্টওয়াচের। কিন্তু দাম দিয়ে কেনা স্মার্টওয়াচের এত কম ব্যবহার যুক্তিযুক্ত নয়।
স্মার্টওয়াচে এমন অনেক ফিচার থাকে, যার ব্যবহারই জানেন না অধিকাংশ ব্যবহারকারী। নিজেকে স্মার্ট করতে চাইলে স্মার্টওয়াচের কিছু ব্যবহার অবশ্যই জানা দরকার। যে টিপস অনুসরণ করলে আপনার অনেক দৈনন্দিন কাজ সহজ হয়ে যাবে। একইসঙ্গে বাঁচবে সময়ও।
ব্লুটুথ কলিং
বর্তমানে অনেক কমদামি স্মার্টওয়াচে এই জরুরি ফিচারটি পাওয়া যায়। এসব ঘড়িতে বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন থাকায় ঘড়ি থেকেই ফোন কল ধরা যায়। কোনো কারণে স্মার্টফোন হাতে নিতে অসুবিধা হলে স্মার্টওয়াচের এ ফিচারটি অনেক কাজে আসতে পারে।
মিউজিক কন্ট্রোল
স্মার্টফোনে হাত না দিয়েই পছন্দের মিউজিক কন্ট্রোল করতে পারবেন। তার জন্য স্মার্টওয়াচেই রয়েছে ওয়্যারলেস কন্ট্রোল মিউজিক প্লেব্যাক। এর ফলে হাতঘড়ি দিয়েই গান বন্ধ করা যাবে, পজ করা যাবে এমনকি গান পাল্টানোও যাবে।
ক্যামেরা কন্ট্রোল
মিউজিক কন্ট্রোলের মতোই ঠিক কাজ করে ক্যামেরা কন্ট্রোল ফিচার। স্মার্টওয়াচ দিয়েই ফোনের ক্যামেরা শাটার চাপা যাবে। মুহূর্তে ক্যামেরাবন্দি হবে লেন্সের পর্দায় থাকা দৃশ্য। ফোন স্ট্যান্ডে রেখে স্মার্টওয়াচ দিয়েই ছবি তুলতে পারবেন।
ফাইন্ড মাই ফোন
ঘরের এক কোণে পড়ে থাকে স্মার্টফোন। কিন্তু দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। চিন্তা নেই, স্মার্টওয়াচ দিয়েই জেনে নিতে পারবেন আপনার ফোন কোথায় রয়েছে। এর জন্য স্মার্টওয়াচে দেয়া হয়েছে ফাইন্ড মাই ফোন ফিচার। স্মার্টফোন যদি হারিয়েও যায়, সেক্ষেত্রেও স্মার্টওয়াচের এ ফিচারটি কাজে আসতে পারে।
শরীরে অক্সিজেনের মাত্রা
শরীরে অক্সিজেনের মাত্রা কত রয়েছে তা জানার জন্য স্মার্টওয়াচেই রয়েছে একটি দারুণ ফিচার। কোভিডের পর যার ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কোনো বাড়তি ডিভাইস ছাড়াই স্মার্টওয়াচ দিয়ে শরীরের অক্সিজেন মেপে নিতে পারেন।
হার্ট রেট
অক্সিজেনের পাশাপাশি হার্টের অবস্থাও জানা যায় স্মার্টওয়াচের মাধ্যমে। এই ফিচার তাদের ক্ষেত্রে দারুণ কাজে আসবে যারা নিয়মিত শরীরচর্চা করেন কিংবা অনেক বেশি পরিশ্রম করার পর চট করে হার্ট রেট জানতে চান। এক ক্লিকেই স্মার্টওয়াচে জেনে যাবেন হার্ট রেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।