স্মার্টওয়াচ ফেস তৈরিতে নতুন চমক নিয়ে আসলো মবভই

স্মার্টওয়াচ ফেস তৈরিতে নতুন চমক নিয়ে আসলো মবভই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টওয়াচে বিভিন্ন ধরনের ওয়াচ ফেস ব্যবহার করা যায়। বিশ্বের বিভিন্ন নামি-দামি প্রযুক্তিপ্রতিষ্ঠান তাদের স্মার্টওয়াচে নির্দিষ্ট ওয়াচ ফেস দেয়। কিন্তু ব্যবহারকারীরা চাইলেও তাদের নিজস্ব ডিজাইনের কথা জানাতে বা ভাগাভাগি করতে পারে না। এবার গ্রাহকদের সেই সুবিধা দিতে আলাদা প্লাটফর্ম উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান মবভই। খবর গিজমোচায়না।

নতুন এ প্লাটফর্মে ব্যবহারকারীরা নিজস্ব স্মার্টওয়াচ ফেস তৈরির পাশাপাশি সেগুলো সবার সঙ্গে শেয়ার করতে পারবে। এ প্লাটফর্মের পাশাপাশি টিকওয়াচ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি নিজস্ব ওয়াচ ফেস মার্কেটপ্লেস চালুর উদ্যোগও নিয়েছে। টিকওয়াচ ব্যবহারকারীরা এ প্লাটফর্মে ওয়াচ ফেস তৈরি ও শেয়ার করতে পারবে।

চীনের স্মার্টওয়াচ উৎপাদনকারী প্রতিষ্ঠান মবভইয়ের ভালো কিছু ডিভাইস বাজারে রয়েছে। কিন্তু টিকওয়াচ লাইনআপে স্যামসাং বা গুগলের ওয়্যারেবল ডিভাইসগুলোর মতো পরিবর্তনের তেমন সুযোগ নেই। স্যামসাংয়ের গ্যালাক্সি ওয়াচ ও গুগলের পিক্সেল ওয়াচ মডেলগুলোয় একাধিক জিনিস পরিবর্তনের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে স্ট্র্যাপ, আকার ও রঙ।

ওয়্যারওএস ও ওয়াচওএস স্মার্টওয়াচের জন্য মবভইয়ের টাইমশো অ্যাপটি ওয়াচ ফেসের অন্যতম একটি স্থান। এখানে ব্যবহারকারীরা স্মার্টওয়াচের ডিসপ্লে, স্বাস্থ্য ও ব্যায়ামসংক্রান্ত তথ্য, ডায়নামিক ছবিসহ অন্যান্য অনেক বিষয়ে কাজ করতে পারবে। টাইমশো অ্যাপ ব্যবহারের মাধ্যমে ফ্রি ওয়াচ ফেস ও পেইড ডিজাইন তৈরি করা যাবে। যে কেউ চাইলে প্রচলিত ওয়াচ ফেসের পরিবর্তে ইন্টারেক্টিভ গেম নির্বাচন করতে পারবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মার্কেটপ্লেসে ক্ল্যাসিক ও আধুনিক দুই ধরনের অপশনই থাকবে। এছাড়া পছন্দানুযায়ী ফন্ট ও ইফেক্ট পরিবর্তনের সুবিধাও পাওয়া যাবে।

এক বিবৃতিতে মবভই জানায়, অ্যাপটি প্রতি সপ্তাহে নতুন নতুন ওয়াচ ফেস প্রকাশ করবে। অন্যদিকে ডিআইওয়াই সাইটটি ক্যাটালগের পরিধি বাড়াতে কাজ করবে। যে কেউ ডিআইওয়াই সাইটে ওয়াচ ফেস তৈরি করতে পারবে এবং অ্যাপের মার্কেটপ্লেসে তা শেয়ার করতে পারবে।

কোন দুঃশ্চিন্তা ছাড়াই এই ৫ উপায়ে সহজেই ওয়াই-ফাইয়ের গতি বাড়ান ৫০ শতাংশ