বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনি কি মনে মনে এমন একটি স্মার্টফোন খুঁজছেন যার অসাধারণ ক্যামেরা দিয়ে চমৎকার সেলফি তুলতে পারবেন বা ডিভাইসটির পেছনের ক্যামেরা দিয়ে আপনার মনে দাগ কেটেছে এমন কোন দৃশ্যের ছবি ক্যামেরাবন্দি করতে পারবেন? কিংবা আপনি এমন একটি ফোন চাচ্ছেন, যার সুপারফাস্ট পারফরমেন্স ও ঝকঝকে ডিসপ্লেতে বিরামহীন কনটেন্ট উপভোগ করা যাবে। আর এসব বিষয় বিবেচনা করেই ক্রেতাদের জন্য গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি (Samsung Galaxy S21 FE 5G) ফোন নিয়ে এসেছে স্যামসাং। চলুন দেশে তৈরি এই ডিভাইসের ফিচারগুলো নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক –
ক্যামেরা: স্মার্টফোনপ্রেমীরা তাদের প্রতিদিনের পথচলার সেরা মুহূর্তগুলো গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি (Samsung Galaxy S21 FE 5G) ডিভাইস দিয়ে ক্যামেরাবন্দি করতে পারবেন। কারণ, যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য ডিভাইসটিতে রয়েছে চারটি ক্যামেরা। এর মধ্যে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস এফ/ ২ দশমিক ২ সেলফি শ্যুটার, একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১২ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল স্ট্যাবিলাইজার ৩x টেলি ক্যামেরা।
সেলফি শ্যুটার দিয়ে একজন ব্যবহারকারী চমৎকার ছবি যেমন তুলতে পারবেন তেমনি টেলি ক্যামেরা দিয়ে দূরের কোন দৃশ্যকে খুব সহজেই ক্যামেরাবন্দি করতে পারবেন। এই ডিভাইসটির পোর্ট্রেট মোড দিয়ে ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন। যেমন: একজন ব্যবহারকারী চাইলেই ব্লার, হাই-কি মনো, লো-কি মনো, ব্যাকড্রপ ও কালার পয়েন্ট ধরনের ছবি তুলতে পারবেন।
এস২১ এফই ফাইভজি ডিভাইসটির ডুয়াল ক্যাপচার মোড দিয়ে একজন ব্যবহারকারী খুব সহজেই ভ্রমণবিষয়ক ভ্লগ করতে পারবেন। এই ডিভাইসটির ডুয়াল রেকর্ডিং ফিচারের মাধ্যমে মাল্টিরেকর্ডিং (মেইন ও সেলফি ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও করা যাবে) এবং ভ্লগার মোডে ভিন্ন ক্যামেরা ভিউও (স্লিট ভিউ ও পিকচার ইন পিকচার) পাওয়া যাবে। ডিভাইসটি দিয়ে বিভিন্ন ফরম্যাটে সেরা মুহূর্তগুলোও ধারণ করা যাবে। এর মধ্যে রয়েছে হাইলাইট ভিডিও, সিন রিলাইটিং, এআই বেস্ট মোমেন্ট ও ফটো কোলাজ অন্যতম।
ডিসপ্লে: ডিভাইসটিতে রয়েছে ডায়নামিক অ্যামোলেড ২x ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে ডিভাইসটি দিয়ে গেমপ্রেমীরা অসাধারণ গেমিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। কারণ, ডিভাইসটির ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমিং হবে সুপার স্মুদ। ইদানিং দেখা যাচ্ছে, দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করলে চোখের ওপর এক ধরনের চাপ পরে। তাই, দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করলেও যেনো ব্যবহারকারীদের চোখের ওপর চাপ অনুভূত না হয় সে জন্য স্যামসাংয়ের নতুন এ ডিভাইসটিতে আই কমফোর্ট শিল্ড ব্যবহার করা হয়েছে, যা ব্লু লাইট রেট কমাবে ফলে দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করলেও চোখের ওপর চাপ পড়বে না।
শক্তিশালী ব্যাটারি: যারা ঘুরতে পছন্দ করেন, রোমাঞ্চকর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে ভালোবাসেন কিংবা দিনের বেশিরভাগ সময় বাসার বাইরে থাকেন তাদের জন্যই স্যামসাং তাদের গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইসটিতে নিয়ে এসেছে শক্তিশালী ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। শক্তিশালী ব্যাটারি থাকায় একজন ব্যবহারকারীকে ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। চার্জ দেয়ার জন্য ডিভাইসটিতে রয়েছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আর পাওয়ার এফিসিয়েন্সির জন্য থাকছে ৫এনএম প্রসেসর এলপিডিডিআর৫ র্যাম।
বিল্ট কোয়ালিটি: ডিভাইসটিতে আইপি৬৮ থাকায় এটি ধুলা ও পানি থেকে সুরক্ষিত। ডিভাইসটি রাবার সিল দিয়ে সুরক্ষিত থাকার কারণে এতে সর্ট সার্কিট হবার কোন ভয় নেই। আইপি৬৮ থাকায় ব্যবহারকারীর ফোনটি ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে।
এছাড়াও ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮জিবি রম, স্যামসাং ডেক্স, নিরাপত্তার জন্য রয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সিকিওর ফোল্ডার, অলওয়েজ অন ডিসপ্লেসহ আরও অনেক ফিচার। ডিভাইসটি অলিভ, গ্রাফাইট, ল্যাভেন্ডার ও হোয়াইট কালারে পাওয়া যাচ্ছে।
১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে নকিয়া
ইতোমধ্যেই, দেশের বাজারে উন্মোচন করা হয়েছে নতুন এই ডিভাইসটি। ৬৯ হাজার ৯৯৯ টাকা দামের এই ফোনটি নির্দিষ্ট ব্যাংকের কার্ড দিয়ে বিনাসুদে ১২ মাসের ইএমআই সুবিধায় কেনা যাবে। তাই, দেরি না করে আজই লুফে নিন গ্যালাক্সি এস২১ এফই ফাইভজি ডিভাইসটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।