বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অনেক টাকা ব্যয় করে স্মার্টফোন কিনলেও অনেকে নিম্নমানের চার্জার ব্যবহার করে থাকেন। অথবা স্মার্টফোনের সঙ্গে দেওয়া চার্জার নষ্ট বা হারিয়ে যাওয়ার ফলে কম দামে নিম্নমানের চার্জার কিনে থাকেন। এগুলো স্মার্টফোনকে নষ্ট করার জন্য যথেষ্ট। এই নিম্নমানের চার্জার এবং কেবল ব্যবহারের কারণে অনেক সময় স্মার্টফোন বিস্ফোরিত হওয়ার মতো ঘটনাও ঘটে। এ ছাড়া স্মার্টফোনের কার্যক্ষমতা কমে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। স্মার্টফোনকে চার্জ করতে বেশি সময় লাগে এবং স্মার্টফোন অত্যধিক গরম হয়ে যায়। দৈনিক সমকালের প্রতিবেদক তানভীর সিদ্দিক টিপু-এর প্রতিবেদনে উঠে এসেছে এসব নিয়ে বিভিন্ন তথ্য।
স্মার্টফোনে কেস ব্যবহার না করা
অনেকেই স্মার্টফোনে কোনো কেস ব্যবহার করেন না। ফলে স্মার্টফোনের ওপর অনেক দাগ পড়তে পারে এবং ক্ষতির সম্মুখীন হতে পারে। কোনো কিছুর আঘাতের ফলে স্মার্টফোনের ডিসপ্লে বা ছোট ছোট চিপেরও ক্ষতি হতে পারে। আর এটি থেকে স্মার্টফোন বিস্ফোরণেরও ঝুঁকি থাকে। এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য হলেও স্মার্টফোনে কেস ব্যবহার করা প্রয়োজন।
অপরিমিত চার্জ
সঠিকভাবে চার্জ না দেওয়ার ফলে অনেক সময় স্মার্টফোনের ব্যাটারি ড্রেন এবং ব্যাটারি ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। আবার অনেকেই স্মার্টফোন রাতে চার্জে দিয়ে ঘুমাতে যান। এই অভ্যাসের ফলে ব্যাটারি নষ্ট হয়ে যায়। সারারাত ধরে চার্জ হওয়ার ফলে ব্যাটারি প্রয়োজনের বেশি চার্জ হতে থাকে। এতে স্মার্টফোন গরম হয়ে যায় এবং স্মার্টফোনের ব্যাটারি বিস্ম্ফোরিত হতে পারে। তাই সারারাত ধরে চার্জ দেওয়া যাবে না।
তথ্যপ্রযুক্তি সাইট পিসিম্যাগ বলছে, চার্জ দেওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। ২০-৩০% এর বেশি চার্জ থাকলে ফোন চার্জ দেওয়া উচিত নয়। আবার একেবারে শূন্য করেও চার্জ দেওয়া উচিত না। ব্যাটারিতে ৫-২০% চার্জ থাকা অবস্থায় চার্জ দিতে হবে। এতে ব্যাটারি ভালো থাকে।
পানির নিচে সেলফি
এখন স্মার্টফোনের পানিরোধী ফিচারটি বেশ জনপ্রিয়। অনেকেই এটা ব্যবহার করে অন্যরকম এক আনন্দও পেয়ে থাকেন। তবে যত ভালো ফোনই হোক, তাতে পানি প্রবেশের আশঙ্কা থেকেই যায়। হয়তো মুহূর্তেই ধরা পড়ে না। কিন্তু পরে সমস্যা দেখা যায়। তাই পানির নিচে স্মার্টফোন ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং যথাসম্ভব কম ব্যবহার করার চেষ্টা করতে হবে। তবে স্মার্টফোনকে সুরক্ষিত রাখে এমন কোনো বিশেষ গ্যাজেট ব্যবহার করে পানির নিচে ছবি তুলতে পারেন।
ফ্রি অ্যাপ থেকে সতর্কতা
মোবাইলে ফ্রি অ্যাপ পেলেই আমরা ডাউনলোড করে ফেলি। কিন্তু এর সব অ্যাপস যে মোবাইলের জন্য উপকারী, তা নয়। কিছু কিছু অ্যাপ মোবাইলের জন্য বেশ ক্ষতিকর। সাধারণত প্টে-স্টোর বা অ্যাপ স্টোরে নানা ধরনের অ্যাপ উন্মুক্ত থাকে ব্যবহারকারীদের জন্য। বেশিরভাগ অ্যাপ বিনামূল্যে থাকায় অনেক ব্যবহারকারী বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করেন মোবাইল ফোনে। তবে সব ধরনের অ্যাপ কিন্তু উপকারী নয়। গুগল প্লে-স্টোরে লুকিয়ে আছে এমন কিছু ক্ষতিকারক অ্যাপ। গুগলের নানা প্রচেষ্টা সত্ত্বেও এসব অ্যাপ বিভিন্নভাবে গুগল প্লে-স্টোরে জায়গা করে নেয়। এসব অ্যাপ ফোনে ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে।
এবার ৩০ মিনিটের ভয়েস মেসেজ পাঠানো যাবে মেসেঞ্জারে, থাকছে আরও যত সুবিধা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।