বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য অন্যরকম এক সুখবর। স্মার্টফোনের প্রসেসরের জন্য নিজেদের তৈরি চিপ এক্সিনস-২২০০ যুক্ত করার ঘোষণা দিলো স্যামসাং। এটাই প্রথম চিপ যার ভেতরে জিপিইউ অন্তর্ভুক্ত রয়েছে। একইসঙ্গে আছে এএমডির আরডিএনএ ২ গ্রাফিকস আর্কিটেকচার।
সংবাদমাধ্যম ভার্জ জানায়, এএমডির সঙ্গে একত্রিত হয়ে স্যামসাংয়ের কাজ করার ইতিহাস অনেক পুরনো। ২০১৯ সালে প্রতিষ্ঠান দুটি একটি চুক্তির লাইসেন্স করে। গত বছরই এএমডি জানায়, স্যামসাং তাদের আগামী ফ্ল্যাগশিপ ফোনে এই গ্রাফিকস আর্কিটেকচার ব্যবহার করবে।
এক্সিনস-২২০০ তৈরি হয়েছে স্যামসাংয়ের চার ন্যানোমিটার ইইউভি প্রসেসে। স্যামসাং এটিকে এক্সক্লিপস নামে ব্র্যান্ডিং করেছে।
এদিকে এএমডির রেডিয়ন জিপিইউ টেক বিভাগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডেভিড ওয়্যাং বলেন, ‘এক্সিনস সিস্টেম অন অ্যা চিপে (এসওসি) এএমডির আরডিএনএ গ্রাফিকসের মাল্টিপল প্ল্যান্ড জেনারেশন পরীক্ষার এটাই প্রথম ফল।’
ক্যামেরা সেন্সরের জন্য ব্যবহার করা হচ্ছে এক ধরনের আর্কিটেকচার, যা রেজোল্যুশনকে ২০০ মেগাপিক্সেলে উন্নীত করবে বলে জানায় স্যামসাং।
চিপটি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস সিরিজে ব্যবহার করা হবে।
এদিকে বৈশ্বিক প্রযুক্তি শিল্পের যখন চিপ সঙ্কটে নাস্তানাবুদ অবস্থা, তখন লাভের হিসাব কষছে র শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য ও চিপ উৎপাদক প্রতিষ্ঠান স্যামসাং। শুধু তাই নয়, ২০২১ সালের শেষ তিন মাসে সম্ভবত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি মুনাফা আয় করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্বের শীর্ষ এই মেমোরি চিপ নির্মাতা ২০২১ সালের শেষ প্রান্তিকে এক হাজার ১৫০ কোটি ডলার আয় হয়েছে বলে অনুমান করছে; ৫২ শতাংশ মুনাফা বৃদ্ধির প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
চুক্তিভিত্তিক চিপ উৎপাদন ব্যবসা আর আর সার্ভার মেমোরি চিপের ঊর্ধ্বমুখী চাহিদা থেকেই স্যামসাংয়ের এই সাফল্য বলে জানিয়েছে বিবিসি। “পিসি আর ইলেকট্রনিক্সের রেকর্ড ভাঙ্গা চাহিদা থেকে মুনাফা অর্জনের জন্য সঠিক অবস্থানে আছে স্যামসাং”– মন্তব্য করেছেন প্রযুক্তি বিশ্লেষক স্যাম রেইনল্ডস।
স্যামসাং মুদ্রাবাজারের অস্থিতিশীলতা থেকেও লাভবান হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। “কোরিয়ান ওনের মূল্য কমেই যাচ্ছে। এতে বৈশ্বিক বাজারে কোরিয়ার রপ্তানি আরো আকর্ষণীয় হয়ে উঠছে।”
সাম্প্রতিক মাসগুলোতে বৈশ্বিক চিপ সঙ্কটের জেরে বিপাকে পড়েছে প্রযুক্তি খাতের হার্ডওয়্যার উৎপাদক প্রতিষ্ঠানগুলো। উৎপাদন বন্ধ রাখতে হয়েছে যানবাহন নির্মাতাদের, নতুন আইফোন সরবরাহে দেরি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে অ্যাপল।
চীনের শিয়ানে অবস্থিত স্যামসাংয়ের কারখানার দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা। ২৩ ডিসেম্বর থেকে লকডাউনে রয়েছে শহরটি। কারখানার কার্যক্রমে “অস্থায়ী সমন্বয়ের” কথা বলেছে স্যামসাং। তবে, বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।
নভেম্বর মাসে এক হাজার সাতশ’ কোটি ডলার খরচে নতুন চিপ কারখানা নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত ‘টেইলর’ শহরটিকে বাছাই করার ঘোষণা দিয়েছে স্যামসাং। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে চালু হওয়ার কথা রয়েছে কারখানাটির। মার্কিন ভূ-খণ্ডে স্যামসাংয়ের সবচেয়ে বড় বিনিয়োগ এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।