মোবাইলে ফটো এডিটিং নিয়ে অনেক অ্যাপস রয়েছে এবং তাদের মধ্যে কম্পিটিশনও রয়েছে তবে কম্পিউটারের মত এত ভারী কাজ কেউ করতে পারে না। কিছু কিছু অ্যাপ আছে যারা অনেক সিম্পল ভাবে কাজ করতে সক্ষম। আপনারা যারা মোবাইলে ফটো এডিটিং অ্যাপ খুঁজছেন তাদের জন্য 2022 সালের সেরা কিছু অ্যাপ সম্পর্কে আলোচনা করা হবে।
এডোবি অ্যাপ
গত কয়েক বছর ধরেই এডোবি স্মার্টফোনের জন্য তাদের ফটো এডিটিং অ্যাপ রিলিজ করেছে সেখানে তাদের এক্সপ্রেস, মিক্স, লাইট্রুম এরকম কিছু ফিচার চালু করেছে। আপনি রেড আই রিমুভ করা বা ডিএসএলআর ক্যামেরার মত কিছু ফিচারও আপনি এখানে পেয়ে যাবেন।
এয়ার ব্রাশ
মানুষের ছবি এডিট করার জন্য এয়ারব্রাশ চমৎকার ফটো এডিটিং অ্যাপ। ত্বকের মধ্যে কোন দাগ থাকলে সেটা উঠানো স্কিন কালার চমৎকার করা, red-eye রিমুভ করা এবং চোখের পজিশন কে ব্রাইট করা, সমস্ত কাজ এই অ্যাপ দিয়ে সহজে করা যায়। পাশাপাশি কোন একটি অংশ ব্লার করা, ব্যাকগ্রাউন্ড ব্লার রিমুভ করা এ সমস্ত কার্য আপনি এখানে সহজেই করতে পারবেন।
বাজার্ট
এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপল উভয় ডিভাইস এ ব্যবহার করা যাবে। এখানে ছবির ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত কিছু ফিচার অ্যাড করা যাবে যেমন স্যাচুরেশন, এক্সপোজার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এই সমস্ত কাজ আপনি সহজেই করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড স্টিকার, টেক্সট ,ফিল্ড , এ সমস্ত অপশনে এখানে এভেলেবেল রয়েছে ।তবে এটি কোন ফ্রী ভার্শন নয়; এটি প্রত্যেক মাসে 6 ডলার দাম দিয়ে এরপরে ব্যবহার করতে হবে।
ইনশট ফটো এডিটর প্রো
ইনশট ফটো এডিটর যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এখানে কালার এবং স্টাইল সম্পর্কিত অনেক অপশন যোগ করা আছে, যেমন ফিল্টার ,স্টিকার ,এফেক্ট ইত্যাদি। আপনার যে কোন এফেক্ট এবং স্টাইল পছন্দ হলে আপনি তা ডাউনলোড করতে পারেন এবং এডিটিং করার জন্য ব্যবহার করতে পারেন। এই অ্যাপ ব্যবহার করার জন্য প্রত্যেক বছর ৮ ডলার কিনে নিতে হবে। প্লে স্টোরে এটি এভেলেবল রয়েছে।
লাইট এক্স ফটো এডিটর
অ্যাপল ডিভাইসে সফল হওয়ার পর এই অ্যাপটি android ডিভাইসের জন্যও চালু হতে যাচ্ছে। এখানে বেশ কিছু ফিচার যোগ করা আছে যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, কালার এফেক্ট , বিভিন্ন ধরনের লেভেল ,ব্যালেন্স এই সমস্ত অপশন ব্যবহার করার সুযোগ রয়েছে। পাশাপাশি অনেক ছবি একসাথে যুক্ত করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে, ফটো কলেজ, স্টিকার এই সমস্ত ফিচারও পেয়ে যাবেন।
মোশন লিপ
এই অ্যাপটি অন্য অ্যাপ গুলো থেকে বেশ আলাদা এবং এটি বেশ কিছু আকর্ষণীয় ট্রিক ব্যবহার করে যেমন জিআইএফ ইমেজ ব্যবহার করা পানি-মেঘ এই সমস্ত বিষয় ছবিতে থাকলে সেখানে সুন্দর কালার এবং এফেক্ট তৈরি করা। পাশাপাশি ছবিতে উপস্থিত নেই এরকম কিছু উপাদান যুক্ত করা এবং সঠিক মাপ অনুযায়ী ক্রপ করা ইত্যাদি কাজ করতে পারবেন। প্রত্যেক মাসে চার ডলারের সাবস্ক্রিপশনের বিনিময় এই অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।