একটা সময় ছিলো যখন ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক ব্যতীত মোবাইল ফোন কল্পনা করা যেতো না। অডিও বা মিউজিক সংক্রান্ত গুরুত্বপূর্ণ সার্ভিসের জন্য হেডফোন দরকার হতো। পরে ব্লুটুথ সিস্টেমের জনপ্রিয়তা বাড়ায় হেডফোন জ্যাকের অল্টারনেটিভ নিয়ে ভাবা হয়।
ব্লুটুথ হেডফোন বর্তমানে ইউজার ফ্রেন্ডলি টেকনোলোজি হিসেবে কাজ করছে। বর্তমানে হেডফোনের বাজারে ব্লুটুথ টেকনোলজির আধিপত্য চলছে। তবে ব্লুটুথ হেডফোনের কিছু সমস্যা রয়েছে।
ব্লুটুথ হেডফোনে ব্যাটারি নিয়ে ভাবতে হয় এবং চার্জ আছে কিনা সেখানেও খেয়াল রাখতে হয়। তবে দীর্ঘ সময় ধরে চার্জ সংরক্ষণ করা যায় না। আর ওয়্যারলেস হেডফোনে লেটেন্সি এবং রিয়েল টাইম কার্যক্রম নিয়ে সমস্যা হতে পারে।
সে ক্ষেত্রে ভয়েস কল বা গেমিং এ আপনি মনোযোগ হারিয়ে ফেলতে পারেন। তবে উন্নত মানের ব্লুটুথ হেডফোনে সব ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। কোন ধরনের তারের ঝামেলা আপনাকে পোহাতে হবে না।
এমনকি ঘরের বাইরে ব্যায়ামের জন্য বা হাঁটার জন্য যখন বের হবেন তখন মোবাইল পকেটে রেখেই মিউজিক উপভোগ করতে পারবেন। অনেক স্মার্টফোন ব্র্যান্ড তাদের হ্যান্ডসেটে হেডফোন জ্যাক দিতে আগ্রহী হচ্ছে না।
তবে হেডফোন জ্যাক রয়েছে এরকম কিছু স্মার্টফোন এখনো মার্কেটে এভেইলেবল রয়েছে। আর বেটার সাউন্ড কোয়ালিটির জন্য অনেক ক্রেতারা ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক পছন্দ করেন। সনি এবং আসুস এখনো হেডফোন জ্যাক এর ফিচারসহ মোবাইল মার্কেটে রিলিজ করছে।
আবার এসব কোম্পানি হাই কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করে এরকম ব্লুটুথ হেডফোন মার্কেটে নিয়ে আসছে। অ্যাক্টিভ নয়েস ক্যান্সলেশন এবং এনার্জি এফিসিয়েন্সি সহ অনেক ফিচার ওয়ারলেস হেডফোনে পাওয়া সম্ভব।
হেডফোন জ্যাক না থাকলেও ইউএসবি-সি পোর্ট ব্যবহার করে আপনি তারযুক্ত হেডফোন ব্যবহার করতে পারবেন। তবে এখনো অনেক আগ্রহী ক্রেতারা ট্রেডিশনাল সিস্টেমকেই পছন্দ করে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।