নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে এর আপডেট পাওয়ার সময় এখন গুরুত্বপূর্ণ। সিকিউরিটি থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ভার্সনের বিভিন্ন আপডেট মূলত স্মার্টফোনের কার্যক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিতের জন্যই দেয়া হয়। তবে অনেকেই সময় মতো ডিভাইস আপডেট করেন না বা বিষয়টি এড়িয়ে যান। আর এটি স্মার্টফোনের জন্য বিভিন্ন ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
আপডেট না দেয়ার কারণে প্রথমেই স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। ডিভাইসে কোনো সমস্যা হলে এর সমাধানে নতুন আপডেট দেয়া হয়। আর এটি প্রসেসরকে কার্যক্ষম করার পাশাপাশি দ্রুত গরম হওয়া থেকে সুরক্ষিত রাখে। দ্বিতীয়ত, দীর্ঘ সময় আপডেট না দিলে তা ডিভাইসের মাদারবোর্ডের ওপর চাপ তৈরি করতে পারে। অনেক সময় ওভার হিটিংয়ের কারণে সেটি বিস্ফোরিত হতে পারে। তৃতীয়ত, আপডেট না দিতে থাকলে একটা পর্যায়ে ডিভাইস হ্যাং করা শুরু করবে।
এতে কোনো কাজই ঠিক মতো করা যাবে না। ফোনে আর আগের মতো মাল্টিটাস্কিং করা সম্ভব নয় এবং গেম খেলতে বা ভিডিও স্ট্রিমিং করতে সমস্যার সম্মুখীন হতে হবে। আপডেট না দেয়ার সবশেষ সমস্যা হচ্ছে ভাইরাসের সংক্রমণ। ইন্টারনেটের সঙ্গে ডিভাইসে বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের কারণে ভাইরাস বা ম্যালওয়্যারের সংক্রমণ হতে পারে। তাই এসব সমস্যা সমাধানে সময়মতো আপডেট দেয়া জরুরি। ইন্ডিয়া টুডে অবলম্বনে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।