রোদ দেখে সকালে বের হলেন বাসা থেকে, হঠাৎই বৃষ্টি এসে ভিজিয়ে দিলো। ভেজা কাপড় না হয় শুকিয়ে নিলেন। কিন্তু হঠাৎ আসা বৃষ্টিতে স্মার্টফোনে পানি ঢুকলে কী করবেন? মোবাইল ফোনটি যদি পানিরোধী না হয় তবে ভিজে গেলে পড়তে পারেন ঝামেলায়। তবে সতর্কতা অবলম্বন না করলে ভিজে যাওয়া স্মার্টফোন কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। জেনে নিন ফোন ভিজে গেলে কোন কাজগুলো করা যাবে না একেবারেই।
- ফোন ঝাঁকি দিয়ে পানি বের করার চেষ্টা করবেন না। এতে যন্ত্রাংশে পানি আরও ছড়িয়ে পড়তে পারে।
- রোদে বা হেয়ার ড্রায়ারের গরম বাতাসে শুকানোর চেষ্টা করবেন না। এতে তাপের কারণে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে।
- ভেজা ফোনে চার্জ দেবেন না।এর ফলে স্মার্টফোনের লজিক বোর্ডে শর্টসার্কিট হতে পারে এবং বড় ধরনের ক্ষতি হতে পারে।
- পুরোপুরি না শুকিয়ে স্মার্টফোন চালু করার চেষ্টা করবেন না।
ফোন ভিজে গেলে যা করবেন
দ্রুত ফোন বন্ধ করে দিন। স্মার্টফোনে সুরক্ষা কেস লাগানো থাকলে সেটি খুলে ফেলুন। সম্ভব হলে সিম কার্ড, ব্যাটারি ও মাইক্রো-এসডি কার্ডও খুলে ফেলুন। এরপর নরম তোয়ালে দিয়ে মুছে নিন। ফোনটি সিলিকা জেলের প্যাকেট বা চালের ভেতরে রাখুন আর্দ্রতা শোষণ করার জন্য। ২৪ ঘণ্টার জন্য এভাবে রেখে দিন। এরপর অন করুন। যদি অন না হয় তাহলে ব্যাটারি খুলে রাখুন এবং সার্ভিস সেন্টারে নিয়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।