লাইফস্টাইল ডেস্ক : গতকয়েক দিন যাবত টিপটিপ বৃষ্টি হচ্ছে। কখনো বা অঝরে। বর্ষার শেষে যেনো বর্ষা নেমেছে। এই বৃষ্টিতে ঘরে বসে থাকার উপায় নেই। মাথায় ছাতা ধরে কিংবা গায়ে রেইন কোট পরে কর্মব্যস্ত মানুষ ঘর থেকে বের হয়েছেন। একটু অসাবধানতায় ভিজতে পারে আপনার সাধের ফোন। বৃষ্টিতে ফোন ভিজলে কী করবেন? জানুন স্মার্টফোন দ্রুত শুকানোর উপায়।
ফোন বন্ধ করুন
ফোন ভিজলে আগে ফোন বন্ধ করুন। ফোনের ভিতরে পানি ঢুকে গেলে বন্ধ না করলে শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে। ফোন বন্ধ করলে সেই সম্ভাবনা কমে যায়। মাথায় রাখবেন এই ক্ষেত্রে ফোন সুইচ অফ করতে হবে।
ফোন মুছে নিন
ফোন সুইচ অফ করা হয়ে গেলে আগে শুকনো কাপড় দিয়ে ফোন মুছে নিন। ফোনের বাইরে যে পানি রয়েছে তা যত ভালো করে মুছবেন। এতে করে ফোনের ভেতরে পানি ঢোকার আশংকা কমবে।
ভ্যাকুয়াম ক্লিনার
বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার থাকলে ফোনটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালো করে পরিষ্কার করুন। বিশেষ করে চার্জিং পোর্ট, হেডফোন পোর্ট ও স্পিকার গ্রিলের কাছে ভালো করে ভ্যাকিয়াম করুন। ভিতরে পানি থাকলে তা বেরিয়ে আসবে।
ব্যাটারি খুলুন
এখন বেশিরভাগ ফোনেই আর ব্যাটারি খোলার সুবিধা থাকে না। কিন্তু আপনার ফোনে ব্যাটারি খোলার সুযোগ থাকলে ফোন মোছার পরে তা খুলে নিন। ব্যাটারির ভেতরে পানি ঢুকে গেলে বড়সড় দুর্ঘটনা হতে পাতে। ফোন থেকে ব্যাটারি খুলে নিয়ে তা ভালো করে মুছে নিন।
সিম ও মেমোরি কার্ড
একই সঙ্গে ফোন থেকে সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে নিন। যে কাপড় দিয়ে ফোন মুছেছেন সেই কাপড় দিয়েই সিম কার্ড ও মেমোরি কার্ড মুছে বাইরে দেখে নিন।
চালের পাত্র
ফোন পরিষ্কার করেই তা ফের অন করলে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। বাড়িতে সিলিকা জেল থাকলে একটি বাক্সের মধ্যে সিলিকা জেলসহ ফোনটি রেখে দিন। সিলিকা জেল না থাকলে চালের পাত্রে ঢুকিয়ে ফোন ঢুকিয়ে রাখতে পারবেন। এর ফলে আপনার ফোনের ভিতরে যে আর্দ্রতা জমেছে তা শুকিয়ে যাবে। অন্তত একদিন এই অবস্থায় ফোনটিকে রেখে দিন।
ফোন অন করুন
পরদিন ব্যাটারি লাগিয়ে ফোন অন করুন। তবে ফোনের ভিতরে অতিরিক্ত পানি ঢুকে থাকলে তা অন হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তবে অন্তত দুই দিন আপনার ফোন চালের মধ্যে রাখতে হবে। নাহলে সব আর্দ্রতা শোকানোর জন্য পর্যাপ্ত সময় মিলবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।