লাইফস্টাইল ডেস্ক : স্মার্টফোন ছাড়া নিশ্চয়ই এক মুহূর্ত চলে না! তবে নিয়মিত এই দরকারি জিনিসটির পরিচর্যা করছেন তো? এই সহজ কাজটা আমরা প্রায় কেউই করি না বা জানি না ঠিক কীভাবে তা করা সম্ভব। সপ্তাহের একটি দিন ফোন পরিষ্কারের জন্য বরাদ্দ রাখুন। ফোন পরিষ্কারের সময় কয়েকটি নিয়ম-বিধি অবশ্যই মেনে চলা উচিত-
১। পরিষ্কার করার সময় ফোন যেন চার্জে দেয়া না থাকে। চার্জার আর ইয়ারফোনও আলাদা করে পরিষ্কার করা দরকার। ফোন পরিষ্কার করার সময় তা সুইচ অফ করে দেবেন।
২। স্ক্রিন গার্ড বা ব্যাক কভার খুলে ফোন পরিষ্কার করা উচিত। সেগুলোও আলাদা করে পরিষ্কার করতে হবে, সেটা মনে রাখবেন।
৩। জানলা বা কাচের টেবিল পরিষ্কারের উপযোগী তরল দিয়ে ফোন পরিষ্কার করার চেষ্টা করবেন না।
৪। কখনো কোনো তরল বা ক্লিনিং এজেন্ট সরাসরি ফোনের উপর স্প্রে করবেন না। হালকা কোনো কাপড়ে তা অল্প পরিমাণে নিয়ে ফোন পরিষ্কার করুন।
৫। পরিষ্কারের পর অন্তত ১৫ মিনিট সময় দিন, ফোন পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত কোনো কেস বা প্রোটেকটিভ কভার লাগাবেন না।
৬। ফোনের মধ্যে যেসব খাঁজ আছে, সেগুলো পরিষ্কারের জন্য ব্যবহার করুন কাঠের টুথপিক। সাবধানে আলতো হাতে খুঁচিয়ে সব ময়লা বের করে ফেলুন। কাঠির উপর তুলো জড়িয়ে বা কটনবাড দিয়েও এ কাজটি করতে পারেন।
৭। ফোন যেদিন পরিষ্কার করছেন সেদিন অবশ্যই ফোনের কভারও পরিষ্কার করতে হবে। কাপড়ে পরিষ্কার করার সলিউশন নিয়ে ভালো করে ঘষে মুছুন স্ক্রিন গার্ড ও ব্যাক কভার।
৮। বাড়িতেও তৈরি করে নিতে পারেন ফোন পরিষ্কারের উপযোগী মিশ্রণ। সমান পরিমাণ সাদা ভিনিগার আর ডিস্টিলড ওয়াটার ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে স্প্রে বটলে রাখলেই তা ব্যবহারের যোগ্য হয়ে উঠবে।
৯। অফিসে বা বাড়ির টয়লেট ফোন ব্যবহারের অভ্যেস আছে? পারলে তা ত্যাগ করুন। তাতে ফোনের স্বাস্থ্য ভালো থাকবে।
১০। মনে রাখবেন, যেকোনো ইলেকট্রনিক ডিভাইসের শত্রু হচ্ছে পানি। তাই ফোন পানি থেকে যত দূরে রাখতে পারবেন তত ভালো। পরিষ্কার করার পরে ফোন একেবারে শুকনো করে তবেই সুইচ অন করা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।