বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে এই ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে বিভিন্ন ধরনের স্মার্টফোন। এক নজরে দেখে নেওয়া যাক সেই সম্ভাব্য তালিকা।
Oppo Reno 7 : ভারতে Oppo Reno 7 সিরিজের ফোন লঞ্চ করা হতে পারে ৪ ফেব্রুয়ারি। Oppo Reno 7 সিরিজের দু’টি মডেলের ফোন ভারতে লঞ্চ করা হতে পারে।
Realme 9 Pro : ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে চলেছে Realme 9 Pro সিরিজের ফোন। ভারতে লঞ্চ করা হতে পারে Realme 9 Pro এবং Realme 9 Pro+ ফোন। এখনও ফোনদু’টির পরীক্ষা নিরীক্ষা চলছে। Realme-এর নতুন ফোন Realme 9 Pro+-তে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (HD+) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ৯০ এইচজেড (HZ) রিফ্রেশ রেট। Realme 9 Pro+-তে রয়েছে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। Realme-এর নতুন ফোন Realme 9 Pro তে রয়েছে ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ১২০ এইচজেড (HZ) রিফ্রেশ রেট।
Samsung Galaxy S22 : ভারতে Samsung Galaxy S22 সিরিজের ফোন লঞ্চ করা হতে পারে ৯ ফেব্রুয়ারি। Samsung লঞ্চ করতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Samsung Galaxy S22, Samsung Galaxy S22+ এবং Samsung Galaxy S22 Ultra। Samsung Galaxy S22 Ultra-তে রয়েছে এস পেন। এছাড়াও Samsung Galaxy S22 সিরিজের ফোনে রয়েছে উন্নত ও আধুনিক ক্যামেরা।
Redmi Note 11 : ভারতে Redmi Note 11 সিরিজের ফোন লঞ্চ করা হতে পারে ৯ ফেব্রুয়ারি। Redmi Note 11 ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি (HD) এলসিডি (LCD) ডিসপ্লে, ৯০ এইচজেড (HZ) রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট (Qualcomm Snapdragon 680 Chipset), কোয়াড রিয়ার ক্যামেরা যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার যুক্ত, ৫০০০ এমএএইচ (mAh) ব্যাটারি। Redmi Note 11S ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি এলসিডি ডিসপ্লে, ৯০ এইচজেড রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও জি৯৬ চিপসেট (MediaTek Helio G96 Chipset), ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Vivo T1 5G : ভারতে Vivo T1 5G ফোন লঞ্চ করা হতে পারে ৯ ফেব্রুয়ারি। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ, গ্র্যাডিয়েন্ট রিয়ার, ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়াও এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট।
iQOO, iQOO 9 Pro : ভারতে এই মাসেই লঞ্চ করা হতে পারে iQOO এবং iQOO 9 Pro ফোন। এই ফোনদু’টিতে রয়েছে উন্নত ও আধুনিক ফিচার।
Infinix Zero 5G : ভারতে Infinix Zero 5G-এর লঞ্চের সঠিক তারিখ সম্পর্কে জানা না গেলেও, মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হতে পারে এই Infinix Zero 5G ফোন। ৫ জি এই ফোনে রয়েছে উন্নত ও আধুনিক ফিচার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।