হুয়াওয়ে এর বহুল প্রতীক্ষিত Mate 50 সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর হুয়াওয়ে এর অবস্থান ভালো না হলেও তারা হাই কোয়ালিটি স্মার্টফোন মার্কেটে নিয়ে আসতে বদ্ধপরিকর।
হুয়াওয়ে এখনো স্যামসাং এবং অ্যাপলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। নজরকাড়া ফিচার নিয়ে এবার Mate 50 সিরিজের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে হুয়াওয়ে।
হুয়াওয়ে এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। Mate 50 সিরিজ তার ব্যতিক্রম নয়। এ সিরিজের ইউনিক ফিচার হচ্ছে ডিজাইন। স্মার্টফোনের একটি ভেরিয়েন্টে কমলা রঙের ডিজাইন দেখতে পাওয়া যাবে। কোম্পানিটি জানায় সূর্যের কমলা রঙের আলো থেকে তারা অনুপ্রাণিত হয়ে এরকম ডিজাইন বাস্তবায়ন করতে চেয়েছেন।
স্মার্টফোনটির পেছনে ক্যামেরার জন্য গোলাকার ডিজাইন দেওয়া হয়েছে। হুয়াওয়ে একে ‘Space Ring’ বলে নাম প্রদান করে। স্মার্টফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল অ্যাপাচার ক্যামেরা লেন্স ইনস্টল করা থাকবে।
হুয়াওয়ে এর ক্যামেরার সবথেকে দুর্দান্ত ফিচার হচ্ছে স্মার্ট অ্যাপাচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এটির মাধ্যমে ক্যামেরার অ্যাপাচার পরিবেশের সাথে তাল মিলিয়ে নিজে থেকে পরিবর্তিত হতে থাকবে।
স্মার্টফোনটিতে স্ক্রিনের সুরক্ষার জন্য গরিলা গ্লাসের সর্বশেষ ভার্সন ইনস্টল করা থাকবে। এই স্মার্টফোনটি একই সাথে পানি এবং ও ধুলা থেকে সুরক্ষা পাবে। তার জন্য হুয়াওয়ে এর হ্যান্ডসেটটি আইপি ৬৮ সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছে।
৪৭০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে এবং ৬৬ ওয়াটার ফাস্ট চার্জিং ফিচারও থাকছে। ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ এর দুইটি ভ্যারিয়েন্ট বাজারে থাকবে। পাশাপাশি 4k এবং ১০৮০পি রেজুলেশন এ আপনি ভিডিও করার অপশন পাবেন।
কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেট দ্বারা স্মার্টফোনটি চালিত হবে। স্মার্টফোনটির দুইটি ভেরিয়েন্টের প্রত্যেকটিতেই ৮জিবি র্যাম ইন্সটল করা থাকবে। স্মার্টফোনটির ডিসপ্লের সাইজ ৬.৭ ইঞ্চি। রেজুলেশন ১২২৪*২৭০০ পিক্সেল।
হুয়াওয়ে Mate 50 সিরিজের স্মার্টফোন এর দাম ৬৪ হাজার রুপি ও ৮৫ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।