বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্ট ওয়াচ একটা সময় অতীত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বাজারে আসছে samsung এর galaxy ফিঙ্গার রিং। গত মাসে গ্যালাক্সি s24 যখন ক্যালিফোর্নিয়ায় রিলিজের ঘোষণা দেওয়া হয় তখন এ রিং এর কিছু ফিচার সম্পর্কে এক ঝলক দেখানো হয়েছিল।
তবে দর্শকরা মোবাইল কংগ্রেসে এটির খুঁটিনাটি সামনাসামনি দেখার সুযোগ পেয়েছিল। ২০২৪ সালের শেষের দিকে রিংটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। স্মার্টা রিং এর আগে অনেক সংস্থাই এনেছিলো তবে স্যামসাং এ ধরনের কাজ প্রথম করে দেখালো।
samsung এই প্রজেক্ট সিরিয়াসলি নেওয়ার কারণে ডিভাইসটি বাজারে জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে। মূলত স্বাস্থ্যের ও ফিটনেসের বিষয় খেয়াল রাখার জন্য রিংটি তৈরি করা হয়েছে। জানা গেছে গ্যালাক্সি রিং সাস্থ্য সর্ম্পকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।
এটি ভালোভাবে পরিচালনার জন্য নতুন অ্যাপ্লিকেশনের সহায়তা নেওয়া হবে। প্রয়োজনীয় হেলথ টিপস দিতে সক্ষম হবে ডিভাইসটি। গ্যালাক্সি ওয়াচ, অন্যান্য কোম্পানির ওয়াচ এবং রিং একসাথে যেনো কানেক্টেড হতে পারে সে বিষয় নিয়ে কাজ চলছে।
কাজেই এখন ঘুমের সময় স্মার্টওয়াচ না ব্যবহার করলেও চলবে। রিং স্বাস্থ্যের এ বিষয়টি খেয়াল রাখবে। আপাতত গ্যালাক্সি রিং শুধু samsung ফোনের সাথেই সংযোগ রাখতে পারবে। গ্যালাক্সি রিং এর দাম সম্পর্কে এখনো তেমন ধারণা পাওয়া যায়নি।
রিংটি চারটি ভিন্ন সাইজের বাজারে নিয়ে আসা হবে। মেডিকেল সার্টিফিকেশন অর্জন করার জন্য চেষ্টা করছে স্যামসাং।
এই রিংটির মধ্যে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার অন্তর্ভুক্ত করা হতে পারে। ব্ল্যাক কালার ভেরিয়েন্টের সঙ্গে পাওয়া যাবে ডিভাইসটি। এ রিং বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করবে এরকমটাই আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।