আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে করোনাভাইরাস প্রতিরোধে শুরু হয়েছে মিশন জিরো। এই মিশনের আওতায় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে স্মার্ট হেলমেট।
সফলভাবে এই হেলমেট দিয়ে মাত্র ১ মিনিটে ২০০ লোকের থার্মাল স্ক্রিনিং করা সম্ভব হচ্ছে ।
একটি স্বেচ্ছাসবী সংগঠন ভারতীয় জৈন সংগঠন ও বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) একযোগে এই প্রকল্পে নেমেছে। স্বেচ্ছাসেবকরা পিপিই পরে ও মাথায় এই হেলমেট দিয়ে এখন ঘরে ঘরে গিয়ে পরীক্ষা করছেন ।
এই হেলমেটের সঙ্গে সংযুক্ত রয়েছে একটি স্মার্ট ওয়াচ। যা হাতে পরে থাকতে হয়। হেলমেটে লাগানো ক্যামেরা দিয়ে যখন কাউকে স্ক্রিনিং করা হয়, তখন সেই ব্যক্তির শরীরে তাপমাত্রা সহ বাকি সমস্ত ডেটা ওই স্মার্ট ওয়াচের পর্দায় ফুটে ওঠে।
ওই অত্যাধুনিক হেলমেট মুম্বাই প্রশাসনের কাছে দু’টি রয়েছে আর পুণের কাছেও রয়েছে দু’টি । একেকটির দাম ৬ লাখ টাকা। ৬৪ জিবি ডেটা একেক বারে সঞ্চয় করে রাখতে পারে এই হেলমেট ।
সূত্র : ইকোনোমিক টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।