সময় বদলে যায়। তার সঙ্গে প্রতিনিয়ত বদলায় প্রযুক্তিপণ্য। বিশেষ করে স্মার্ট হোম ডিভাইসে এসেছে নান্দনিক পরিবর্তন। স্মার্ট হোম এমন একটি শব্দ, যা দিয়ে আধুনিক বাড়িগুলোকে বোঝায়। এসব বাড়ি উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি এবং পরিচালিতও হয় প্রযুক্তির সাহায্যে। বর্তমান আধুনিক বিশ্বে মানুষ তার উন্নত বসবাসের জন্য স্মার্ট হোমকে বেছে নিচ্ছে। কেননা, এর রয়েছে অনেক সুবিধা। অফিসে বসে আপনি আপনার বাড়ির সব তথ্য পাচ্ছেন, খুব সহজেই।
উয়েমো ওয়াই–ফাই স্মার্টপ্লাগ
হোম ডিভাইসের আরেক আধুনিক সংযোজন উয়েমো ওয়াই–ফাই স্মার্টপ্লাগ। কমপ্যাক্ট ডিজাইন, হোম/অ্যাওয়ে মুড ও স্মার্ট হোম প্ল্যাটফর্মের সঙ্গে সহজে মানানসই হওয়ায় এ স্মার্টপ্লাগ হয়ে উঠেছে একটি আধুনিক হোম ডিভাইস। অন্যান্য স্মার্টপ্লাগের মতো এতে মনিটরিংয়ের সুবিধা নেই, তবে প্রায় সব কটি স্মার্ট অ্যাসিসটেন্সের সঙ্গেই কাজ করতে পারে উয়েমো।
ক্রোমকাস্ট
ক্রোমকাস্ট মূলত একটি দারুণ স্ট্রিমিং ডিভাইস। ফাস্ট পারফরম্যান্স, ইনটুইটিভ ইন্টারফেস আর সাশ্রয়ী দাম মিলিয়ে এটি এক ভীষণ আকর্ষণীয় ডিভাইস। অনলাইনের সুবিধা বাড়ায় এখন অনেকেই আর সাধারণ কেবল টিভির সংযোগ ব্যবহার করেন না। এ ক্ষেত্রে অনলাইন সংযুক্ত থাকলেই বিনোদনের চাহিদা মেটানো সম্ভব হয়। এ সুবিধায় নতুন ধারা যোগ করেছে গুগলের ক্রোমকাস্ট।
ইকোবি (ফিফথ জেনারেশন)
রিমোট সেন্সর, স্পটিফাই ও স্পিকারের অসাধারণ কম্বিনেশনের এক দুর্দান্ত গুগল হোম ডিভাইস হলো ইকোবি (ফিফথ জেনারেশন)। ইকোবি দিয়ে যেকোনো ঘরে বসে ভয়েসের মাধ্যমে ঘরের তাপমাত্রা নির্ধারণ করতে পারবেন আপনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।