আপনি যদি স্মার্টফোনপ্রেমী মানুষ হয়ে থাকেন বিশেষ করে ফোল্ডেবল হ্যান্ডসেট তাহলে চীন এখন সেরা গন্তব্য। কেননা অনেক স্মার্টফোন নির্মাতা কোম্পানি তাদের ফোল্ডেবল স্মার্টফোন চীনের বাইরে রিলিজ করেনি। তবে Honor তাদের পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন পশচিমা দেশের মার্কেটে উন্মোচন করতে বন্ধপরিকর।
আসলে চীনের বাইরে স্যামসাং গ্যালাক্সি জেড বাদে এখন উল্লেখযোগ্য ফোল্ডেবল স্মার্টফোন বাজারে নেই বললেই চলে। সমস্যা হচ্ছে এই স্মার্টফোনটি বেশ ব্যয়বহুল এবং সবার পক্ষে এটির খরচ বহন করা সম্ভব নয়।
অন্যদিকে চীনা কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোনের দাম বেশ কম এবং এখানে এমন ফিচার রয়েছে যা স্যামসাং ডিভাইসে নেই। একই সাথে এ স্মার্টফোন এর দাম মানুষের সামর্থ্যের মধ্যেই থাকছে। ঠিক এ কারণেই Honor এর ফোল্ডেবল স্মার্টফোন চীনের বাইরে বিশ্বব্যাপী রিলিজ হবে তা খুশির খবর বটে।
প্রযুক্তিপ্রেমীরা আশা করছেন ২০২৩ সালে ফোল্ডেবল স্মার্টফোনের মার্কেটে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে এবং হ্যান্ডসেটের দাম ক্রমান্বয়ে কমতে থাকবে। পাশাপাশি নয়া ইনোভেশন আসবে যা সবাইকে চমকে দেবে।
ধারণা করা হচ্ছে অ্যাপল আনঅফিসিয়ালি তাদের ফোল্ডেবল iphone নিয়ে কাজ করছে যদিও পরবর্তী ১-২ বছরে এটি বাজার এ আসার সম্ভাবনা নেই।
ফোল্ডেবল স্মার্টফোনের ক্ষেত্রে আরেকটি সুসংবাদ হচ্ছে প্রত্যেকবারই যখন নতুন হ্যান্ডসেট বাজারে আসে এটির ইঞ্জিনিয়ারিং সেকশন এবং কোয়ালিটি আরো উন্নত হয়।
যারা ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে আগ্রহী তাদের জন্য এটি সুসংবাদ যে Honor ব্যান্ড চীনের বাইরে আসতে যাচ্ছে। তাদের সিদ্ধান্ত অন্যান্য অন্যান্য চীনা ব্র্যান্ডকে উৎসাহিত করবে যেন বিশ্বব্যাপী তাদের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ছাড়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।