স্যামসাংয়ের যে ফ্রিজ বিদ্যুৎ খরচ কমাবে ১০ শতাংশ

স্যামসাংয়ের ফ্রিজ

বিদ্যুৎ সাশ্রয়ী ফ্রিজ আনল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এই ফ্রিজে আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত কম্প্রেসর।

স্যামসাংয়ের ফ্রিজ

কোম্পানির দাবি অনুযায়ী, এতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কম্প্রেসর। যা বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করবে। পাশাপাশি ২০ বছর ওয়ারেন্টি পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

ফ্রিজগুলোর দাম কত?

তিনটি মডেলে এই এআই চালিত ফ্রিজ বাজারে ছেড়েছে স্যামসাং। এর মধ্যে একটি হলো- 809L 4 Door Flex French Door Family Hub ফ্রিজ যার দাম ৪ লাখের ওপরে। এটি ক্লিন চারকোল এবং স্টেনলেস স্টিল কালারে পাওয়া যাবে। আর একটি হল ৬৫০ লিটার ৪ ডোর কনভার্টিবেল ফ্রেঞ্চ ডোর ফ্রিজ যার দাম ২ লাখ টাকা।

এটি কেনা যাবে ক্লিন হোয়াইট কালারে। এছাড়াও ব্ল্যাক কেভিয়ার কেনা যাবে পৌনে দুই লাখ টাকায়। এই তিন মডেলই স্যামসাংয়ের অফিশিয়াল ফ্রিজ এবং রিটেল স্টোরে লঞ্চ করা হয়েছে।

বিদ্যুৎ খরচ বাঁচবে

বিস্পোক এআই প্রযুক্তি চালিত এই ফ্রিজের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করছে স্যামসাং। স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে এটি অন্যতম বিকল্প। যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কম্প্রেসর পাওয়া যাবে। যা ১০ শতাংশ বিদ্যুৎ খরচ বাঁচাবে। পাশাপাশি সেরা কুলিং পরিষেবা দেবে।

স্যামসাংয়ের দাবি অনুযায়ী, এআই ইনভার্টার কম্প্রেসর ৩৫ ডিবি থেকেও কম আওয়াজ উৎপন্ন করে। যা লাইব্রেরির মতো শান্ত রাখবে ঘর। বর্তমান স্থায়ী স্পিড কম্প্রেসরগুলো মতো নয়। এতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা তাপমাত্রার ভারসাম্য রাখতে সাহায্য করে। ফ্রিজের দরজা যখন খুলবেন বা বন্ধ করবেন তখন তাপমাত্রা সেই অনুযায়ী বদলাবে।

এই ফ্রিজে অপারেশনাল মোড এবং এআই ভিশন মোডও পাওয়া যাবে। ফ্রিজের ভিতর থাকবে ক্যামেরা যা দিয়ে দেখতে পারবেন ভিতরের খাবার ঠিক আছে কিনা। পাশাপাশি একটি টাচস্ক্রিন থাকবে যেখানে তাপমাত্রা ও ফ্রিজের নানা ফিচার্স কন্ট্রোল করা যাবে।

ফিক্সিং প্রমাণিত হলে ১০ বছর নিষিদ্ধ পাকুয়েতা!

এতে ওয়াইফাই কানেক্টিভিটিও পাওয়া যাবে। অর্থাৎ আপনি অফিসে বসেও ফ্রিজ কন্ট্রোল করতে পারবেন। এর সঙ্গে একটি অ্যাপ থাকবে যা দিয়ে ফ্রিজের নানা ফিচার্স বাইরে থেকেই সেট করা যাবে। কোম্পানির দাবি অনুযায়ী, এতে এআই মোড অন করলে স্বাভাবিকের থেকে ১০ শতাংশ কম বিদ্যুৎ খরচ হবে। পাশাপাশি কম গতিতেও সর্বোচ্চ সার্ভিস দেবে এআই কম্প্রেসর।