স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪, জেড ফ্লিপ ৪, গ্যালাক্সি এম৩৬ এবং গ্যালাক্সি এফ৩৬ স্মার্টফোনে ওয়ান ইউআই ৮ আপডেট রোলআউট শুরু করেছে। এই আপডেটটি এন্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম নিয়ে আসছে। ব্যবহারকারীরা এখন এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে আপডেট পেতে শুরু করেছেন।
স্যামসাংয়ের সর্বশেষ এই সফটওয়্যার আপডেটে রয়েছে বহু ফিচার। SamMobile এবং Reuters এর রিপোর্ট অনুযায়ী, এই রোলআউট পর্যায়ক্রমে সব মার্কেটে ছড়িয়ে দেওয়া হবে। ব্যবহারকারীরা তাদের ফোনের সেটিংস থেকে সরাসরি আপডেট পেতে পারবেন।
গ্যালাক্সি ডিভাইসগুলোর জন্য ওয়ান ইউআই ৮ আপডেটের বিস্তারিত
গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এর জন্য সফটওয়্যার ভার্সন হচ্ছে F721BXXUAIYIF এবং F936BXXUAIYIF। এই আপডেটে অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। আপডেটের সাইজ প্রায় ৩ গিগাবাইট।
এম৩৬ এবং এফ৩৬ মডেলের জন্য সফটওয়্যার ভার্সন হচ্ছে E366BXXU2BYI4 এবং F936BXXUAIYIF। এই ডিভাইসগুলোতে সেপ্টেম্বর সিকিউরিটি প্যাচ দেওয়া হয়েছে। X প্ল্যাটফর্মে ব্যবহারকারী তাদের আপডেট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়ান ইউআই ৮ এ কী নতুন পাবেন ব্যবহারকারীরা?
স্যামসাং ওয়ান ইউআই ৮ আপডেট নিয়ে আসছে রিডিজাইনড স্যামসাং ইন্টারনেট ব্রাউজার। মাল্টিটাস্কিং ক্ষমতা হয়েছে আরও উন্নত। স্যামসাং DeX এ যোগ হয়েছে নতুন অপশন। রিমাইন্ডার অ্যাপ পুনর্বিন্যাস করা হয়েছে।
ক্যালেন্ডার অ্যাপে যোগ হয়েছে উন্নতি। স্যামসাং হেলথ অ্যাপে যোগ হয়েছে নতুন ফিচার। এক্সেসিবিলিটি অপশনগুলো হয়েছে আরও ব্যবহারবান্ধব। সামগ্রিক ইউজার এক্সপেরিয়েন্স হয়েছে
কিভাবে পাবেন এই আপডেট?
আপডেট পেতে সেটিংস অপশনে যান। তারপর সফটওয়্যার আপডেট সেকশনে ক্লিক করুন। ডাউনলোড অ্যান্ড ইন্সটল অপশনটি সিলেক্ট করুন। নেটওয়ার্ক কানেকশন স্থির রাখুন। ডিভাইসের ব্যাটারি চার্জ ৫০% এর বেশি রাখুন।
স্যামসাং ওয়ান ইউআই ৮ আপডেট বর্তমানে selective দেশগুলোতে রোলআউট হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারী এই আপডেট পাবেন। স্যামসাং এর নীতি অনুযায়ী, আপডেট রোলআউট regional ভিত্তিতে হয়ে থাকে।
জেনে রাখুন-
স্যামসাং ওয়ান ইউআই ৮ আপডেট কি সব দেশে পাওয়া যাচ্ছে?
না, currently selective দেশগুলোতে রোলআউট হচ্ছে। ধীরে ধীরে সব মার্কেটে ছড়িয়ে দেওয়া হবে।
আপডেটের সাইজ কত?
গ্যালাক্সি জেড সিরিজের জন্য আপডেট সাইজ প্রায় ৩ GB। এম এবং এফ সিরিজের জন্য slightly কম হতে পারে।
কোন ডিভাইসগুলো এই আপডেট পাবে?
গ্যালাক্সি জেড ফোল্ড ৪, জেড ফ্লিপ ৪, গ্যালাক্সি এম৩৬ এবং গ্যালাক্সি এফ৩৬ currently confirmed ডিভাইস।
আপডেটে কোন Android ভার্সন আসছে?
স্যামসাং ওয়ান ইউআই ৮ এন্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম নিয়ে আসছে। এটি latest Android ভার্সন।
আপডেট না পেলে কী করব?
কয়েকদিন অপেক্ষা করুন। manually চেক করুন সফটওয়্যার আপডেট সেকশনে। নেটওয়ার্ক কানেকশন verify করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।