স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ৫জি স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ৫জি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং মোবাইল মোবাইল বিশ্বে বিশ্বস্ততার এক অন্যতম প্রতীক। এবার স্যামসাং নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস ২২ প্লাস ৫জি মোবাইল। এই মোবাইলটির মনোমুগ্ধকর লুকিং এবং বিল্ড কোয়ালিটি সকলের নজর কাড়বে। প্রায় সব রকম সুযোগ সুবিধা মিলবে এই ফোনটিতে। এটি একটি হাই বাজেটের ফোন হতে চলেছে উক্ত কোম্পানীটির। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। আজকে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।

স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ৫জি

স্যামসাং গ্যালাক্সি এস ২২ প্লাস ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৪০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৩৯৩। এছাড়া নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস।

এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই মোবাইলটির আয়তন হবে ১৫৭.৪X৭৫.৮X৭.৬ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৯৫ গ্রাম।

স্যামসাং গ্যালাক্সি এস ২২ প্লাস ৫জি ফোনটির চিপসেট দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৭৩০। ২ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে।

এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। স্যামসাং গ্যালাক্সি এস ২২ প্লাস ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং, ৪.৫ ওয়াটের রিভার্স এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এই মোবাইলটির একটি বিশেষ গুণ রয়েছে সেটি হল ধুলা এবং জল প্রতিরোধী ক্ষমতা। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।

স্যামসাং গ্যালাক্সি এস ২২ প্লাস ৫জি তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ১০ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১০ মেগাপিক্সেলের সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/২৪০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা,ই আই এস, পোরট্রেইট, এ আই ক্যামেরা এবং পি ডি এ এফ এর সুবিধা।

১৬ জিবি পর্যন্ত র‌্যাম সহ বাজারে সারফেস ল্যাপটপ স্টুডিও

স্যামসাং এর প্রিমিয়াম স্মার্টফোন পরিসর গ্যালাক্সি এস সিরিজের নতুন সংযোজন স্যামসাং গ্যালাক্সি এস২২+ ও এস২২ আল্ট্রা। শক্তিশালী ও অত্যাধিনুক এ স্মার্টফোন দু’টির বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১,১৪,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২+) এবং ১,৪৩,৯৯৯ টাকা (গ্যালাক্সি এস২২ আল্ট্রা)।