আগামীকাল Oppo Find N2 Flip স্মার্টফোনটি বিশ্বব্যাপী রিলিজ হতে যাচ্ছে। ফোল্ডেবল বা ফ্লিপ ফোনের মার্কেটে স্যামসাং এর যে আধিপত্য ছিল সেখানে সম্ভবত ভাগ বসাতে যাচ্ছে অপো।
আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখে অপো একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। ওই লঞ্চ ইভেন্টে তাদের নতুন ফ্লিপ স্মার্টফোনটি সবার সামনে উন্মোচন করা হবে।
এ লঞ্চ ইভেন্টটি লন্ডনে অনুষ্ঠিত হবে। ইউটিউব থেকে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে। আন্তর্জাতিক সময় অনুযায়ী ১৪.৩০ মিনিটের সময় অনুষ্ঠানটি শুরু হবে।
গত বছর Find N2 Flip স্মার্টফোনটি বাজার আনার ঘোষণা দিয়েছিল Oppo। এর আগে Oppo কোন ফ্লিপ স্মার্টফোন বিশ্বব্যাপী রিলিজ করেনি। Oppo এর রিলিজ করা আগের দুইটি মডেল চায়নার মার্কেটেই সীমাবদ্ধ ছিল।
ধারণা করা হচ্ছে Oppo এর রিলিজ করা নতুন ফ্লিপ স্মার্টফোনটি Samsung এর Galaxy Z Flip 4 মোবাইলের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। Oppo এর নতুন ফোনের সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটির দাম তুলনামূলকভাবে কম থাকবে।
Samsung এর ফ্লিপ স্মার্টফোনের থেকে ওপর ফোনের দাম কম থাকবে তা নিশ্চিত হয়ে বলা চলে। পাশাপাশি ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস এর মধ্য শক্তিশালী চিপসেট ব্যবহার করা হয়েছে।
Oppo Find N2 Flip ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং স্যামসাং এর ডিভাইস থেকে বড় ডিসপ্লে ব্যবহার করা হবে। নতুন ফ্লিপ ডিভাইসটি বিশ্বব্যাপী লঞ্চ হলেও খুব দ্রুত মার্কিন যুক্তরাষ্টের বাজারে প্রবেশ করছে না। Oppo Find N2 Flip এর দাম হতে পারে ৭০ হাজার রুপি ও ৯২ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।