স্যামসাং প্রযুক্তি জগতে এক বিশাল জায়ান্ট কোম্পানি। তাদের নেই এমন কোন পণ্য নেই প্রযুক্তিতে। কন্তু স্যামসাংকে অধিকাংশ মানুষ স্মার্টফোন দিয়েই চিনে।
টাইম ম্যাগাজিন Samsung Galaxy Z Flip3 5G ফোনকে ‘২০২১ সালের সেরা এক শ উদ্ভাবন’-এর তালিকায় স্থান দিয়েছে। স্যামসাং ফোল্ডেবল ডিভাইস উদ্ভাবনের তিন প্রজন্মের চেষ্টার পর এই কৃতিত্ব অর্জন করেছে। টাইম ম্যাগাজিন ২০২১ সালের সেরা এক শ উদ্ভাবনের একটি তালিকা প্রকাশ করেছে যার মধ্যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ অন্যতম।
অত্যাধুনিক সব প্রযুক্তি সহ ৬.৭ ইঞ্চির সুবিশাল ডিসপ্লের ফোল্ডেবল ফোনের মূল্য এক হাজার ডলারের নিচে রাখায় টাইম ম্যাগাজিন স্যামসাংকে সাধুবাদ জানায়। ‘বহনযোগ্যতার সঙ্গে স্মার্টফোনের কার্যকারিতা’ এর সঙ্গে ‘শূন্য দশকের ফ্লিপ ফোন’ সমন্বয়ের জন্য প্রকাশনাটি স্যামসাংয়ের প্রশংসা করে।
যদিও বাজারে বর্তমানে স্যামসাং ছাড়াও আরও বেশ কয়েকটি কোম্পানির ফোল্ডেবল ফোন রয়েছে এবং আশা করা যাচ্ছে এই প্রযুক্তি খুব দ্রুত উন্নত হবে এবং দাম সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।