স্যামসাং মোবাইলে ডিফল্ট সার্চ ইঞ্জিন বিং, ৫৫ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মোবাইলে সার্চ খাতে প্রতিযোগিতা জমে উঠেছে গুগল ও মাইক্রোসফ্টের বিংয়ের মধ্যে। স্যামসাং তাদের ফোনে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসাবে গুগল সার্চ ইঞ্জিনের পরিবর্তে মাইক্রোসফ্টের বিং ব্যবহার করার চিন্তা করছে। এই খবরে সোমবার গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট তাদের ৪% স্টকের মূল্য হারিয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫৫ বিলিয়ন ডলার। এছাড়া স্যামসাংয়ের এই পদক্ষেপে গুগলের বার্ষিক আয় প্রায় ৩ বিলিয়ন ডলার নিশ্চিত কমে যাবে।

দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

মার্চ মাসে যখন গুগল জানতে পারে যে, স্যামসাং গুগলের পরিবর্তে মাইক্রোসফ্টের বিং সার্চ ইঞ্জিন ডিফল্ট করবে, তখন গুগলের কর্মীরা হতবাক ও আতঙ্কিত হয়ে পড়ে। এর ফলে বড় ধরণের ছাটা্ইও হতে পারে।

এই বছরের শুরুতে মাইক্রোসফ্টের বিং সার্চ ইঞ্জিনের সার্চের ফলাফলে OpenAI-এর চ্যাটজিপিটি সংযুক্তি করার পর, গত ২ দশকের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় ধাক্কা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে গুগল। গুগল দুই দশক ধরে সার্চ মার্কেটে একচেটিয়া ব্যবসা করেছে এবং নিজেকে অপরিহার্য সার্চ ইঞ্জিনে পরিণত করছে। সার্চের প্রায় ৯০% মার্কেট শেয়ার তাদের দখলে ছিল।

যদিও অ্যালফাবেট তার গুগল সার্চ ইঞ্জিনে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও দারুণ ভাবে সংযুুক্তি করার জন্য ১৬০ জনেরও বেশি দক্ষ একটি দল নিয়ে কাজ করে যাচ্ছে, আগের বাজার ধরে রাখার জন্য। কিন্তু এটি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। অ্যালফাবেট এবং মাইক্রোসফ্ট উভয়ের সাথেই স্যামসাং-এর দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, কারণ দুটি কোম্পানিরই বিভিন্ন অ্যাপ স্যামসাং এর ডিভাইসে প্রি-ইনস্টল করে।

অ্যালফাবেট তাদের সার্চ মার্কেটে অংশীদারিত্ব ধরে রাখতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সার্চ মার্কেটের প্রতিযোগিতায় ফিরতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, অন্যদিকে OpenAI-এর চ্যাটজিপিটি ততই উন্নতি করছে। এর আগে গুগল চ্যাটজিপিটির আদলে বার্ড নামের এআই জেনারেটিভ পরীক্ষামূলকভাবে বাজারে আনে, কিন্তু প্রাথমিকভাবে যা ফ্লপ হিসেব স্বীকৃতি পায়।

সাড়া জাগানো চ্যাটজিপিটির বিকল্প ‘ট্রুথজিপিটি’ তৈরির পরিকল্পনা ইলন মাস্কের