জুমবাংলা ডেস্ক : বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ। আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে তাকে নেওয়া হয় বনানী কবরস্থানে।

বনানী কবরস্থানের এ ব্লকের ১৫ রোডে স্ত্রী আয়শা হাসান আবেদের কবরেই চিরনিদ্রায় শায়িত করা হয়ে তাকে।
শেষ বিদায় দিতে কবরের পাশে জড়ো হন স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা। উপস্থিত ছিলেন মরহুমের ছেলে ও মেয়ে। এ সময় পরিবারের সদস্য, ব্রাক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
জানাজার আগ মুহূর্তে স্যার ফজলে হাসান আবেদের ছেলে শামেরান আবেদ সবার উদ্দেশে বলেন, ‘সবাই আমার বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন ও অকৃত্রিম ভালোবেসেছেন। এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বাবা সারাজীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, সবার কথা চিন্তা করেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন।’
শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ২৮ নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


