সম্প্রতি একটি চ্যাট শোতে হাজির ছিলেন কারিনা এবং তার প্রিয় বন্ধু অমৃতা আরোরা। সেই শোতে কারিনার কাছে অমৃতা জানতে চান, ‘ডেটিংয়ের কোন পরামর্শ সারাকে দাও?’ হেসে কারিনা জবাব দেন, ‘প্রথম সিনেমার নায়কের সঙ্গে ডেট না করার পরামর্শ দিয়েছি।’
এখানে জানিয়ে রাখা ভালো, সারার প্রথম সিনেমা ‘কেদারনাথ’-এর নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত। নাম না বললেও কারিনা যে সুশান্তের কথাই বলতে চেয়েছেন, সেটা বুঝতে পেরেছেন সবাই। তবে সুশান্তের সঙ্গে সারার কোনো সম্পর্ক ছিল কি না সে ব্যাপারে কিছু বলতে চাননি কারিনা।
দুটো সিনেমায় অভিনয়ের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সারা। ধীরে ধীরে দর্শকের মধ্যে তাকে নিয়ে কৌতূহল বাড়ছে। তিনি কাকে ডেট করছেন, কার প্রতি তার ভালোলাগা তৈরি হচ্ছে, সেই সব খবর পাওয়ার জন্য মুখিয়ে থাকে গণমাধ্যম। এর আগে, কার্তিক আরিয়ানের প্রতি একাধিকবার ভালোলাগা প্রকাশ করেছেন সারা। কার্তিকও তাকে নিয়ে কফি ডেটে যেতে চেয়েছিলেন। সুশান্তের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল ‘কেদারনাথ’ মুক্তির পর। তবে এই গুজব সময়ের সঙ্গে সঙ্গে মিলিয়েও যায়। যদিও এ প্রসঙ্গে সারা ও সুশান্ত কেউই মুখ খোলেননি।
সারা-সুশান্তের প্রথম সিনেমা ‘কেদারনাথ’ বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। এ ছাড়া রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’তে রণবীর সিংয়ের সঙ্গে তার অভিনয়ের প্রশংসা করেছেন দর্শক। শোনা যাচ্ছে, সারা ডেভিড ধাওয়ানের পরবর্তী সিনেমা ‘কুলি নাম্বার ওয়ান’-এর রিমেকে বরুণ ধাওয়ানের সঙ্গে কাজ করতে চলেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।