Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। শনিবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার সুখছড়ি এলাকার আবদুর রহমানের ছেলে ওবায়দুর রহমান (৩০) ও জঙ্গল পদুয়া এলাকার মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)। নিহতরা সম্পর্কে দুলাইভাই-শ্যালক বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, শনিবার সকাল সোয়া ৭ টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়াস্থ এসআই পার্কের সামনে কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই তারা দুজন নিহত হন। দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো উদ্ধার করে করে হাইওয়ে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।