জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহ সদর উপজেলার কাস্টসাগরা ও পলিটেকনিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক এইচএসসি পরিক্ষার্থী মৃত্যু। সোমবার বিকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সদর উপজেলার কাস্টসাগরা গ্রামের সরোয়ার হোসেন মালিতার ছেলে রাব্বুল হোসেন (১৮) ও ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার মৃত এলিট হোসেনের ছেলে উল্লাস হোসেন (১৫)। রাব্বুল স্থানীয় মোশারফ হোসেন ডিগ্রি কলেজের এইচএসসির পরীক্ষার্থী এবং উল্লাস ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
রাব্বুল হোসেনের বন্ধু নিলয় বলেন, আজ ব্যবহারিক পরীক্ষা শেষে দুটি মোটরসাইকেলে করে রাব্বুলসহ আমরা কয়েকজন বন্ধু শহরে এক আত্মীয়ের বাড়িতে আম দিতে যাই। বিকালে শহর থেকে বাড়ি ফেরার পথে রাব্বুলের মোটরসাইকেলটি নিয়ন্ত্রয় হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থা ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, বিকালে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল কলেজছাত্র রাব্বুল হোসেন ও তার বন্ধু রিয়াজ মোর্শেদ। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কাস্টসাগরা এলাকার চৌরাস্তা বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রয় হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে।
অপর দিকে বিকালে একই সড়কের ঝিনাইদহ পলিটেকনিক এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র উল্লাস নিহত হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।