জুমবাংলা ডেস্ক: নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে শনিবার নিসচা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, নিসচা আন্দোলনে সময়োপযোগী সড়ক পরিবহন আইনের দাবি ছিল। সেই দাবি পূরণ হয়েছে। সড়কে চলমান সংকট উত্তরণে নতুন সড়ক পরিবহন আইনের যথাযথ বাস্তবায়নের বিকল্প নেই। কিন্তু দুঃখের কথা, প্রয়োগের শুরুর দিন থেকেই আইনটি হোঁচট খেয়েছে।
তিনি বলেন, যারা অন্যায় করবেন, তাদেরই শাস্তির আওতায় আনতে হবে। পরিবহন মালিক হোক বা শ্রমিক হোক, কারো চাপের মুখে নতি স্বীকার করা যাবে না। এটাই এখন আমাদের দাবি।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে সম্মাননা জানানো হয়। এরা হলেন, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমীন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ এবং ডিএমপির তেজগাঁও জোনের ট্রাফিক ইন্সপেক্টর বিপ্লব ভৌমিক।
নিসচা’র যুগ্ম মহাসচিব লিটন এরশাদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, নিসচা’র মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামাল ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক সাদেক হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশনা ‘নিরাপদ’র মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিসচা’র ভাইস চেয়ারম্যান শামীম আলম দীপেন, যুগ্ম মহাসচিব বেলায়েত হোসেন নান্টু, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, অর্থ সম্পাদক নাসিম রুমি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়, দপ্তর সম্পাদক ফিরোজ আলম মিলন, সমাজকল্যাণ সম্পাদক আসাদুর রহমান প্রমুখ। বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।