জুমবাংলা ডেস্ক : ডলারের বাজারে অস্থিরতার কথা বলে গেল ৩ আগস্ট বোতলজাত প্রতিলিটার সয়াবিন তেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব করে ভোজ্যতেল আমদানিকারক ও উৎপাদক সমিতি। ২০ দিন পর বাণিজ্য মন্ত্রণালয় লিটারে সর্বোচ্চ ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত দেওয়ার পর বাজারে সয়াবিনের সরবরাহ ব্যপকহারে বেড়ে গেছে। কোনো বাজারেই সয়াবিনের ঘাটতি নেই। মূলত দাম বাড়ানোর জন্যই কৌশলে বাজারে সয়াবিনের ঘাটতি সৃষ্টি করেছিল ব্যবসায়িরা।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে দাম বাড়ানোর প্রস্তাবে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা, খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৫০ টাকা বাড়ানোর কথা বলা হয়।
বাংলাদেশ ট্যারিফ কমিশনে পাঠানো প্রস্তাবে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, বোতলজাত তেলের দাম ২০৫ টাকা এবং পাঁচ লিটার তেলের দাম ৯৬০ টাকা করার কথা বলা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন তুলে ধরে ট্যারিফ কমিশন বলে, লিটারে ২০ টাকা বৃদ্ধির প্রস্তাব যুক্তিযুক্ত না। স্পষ্ট করে ট্যারিফ কমিশন জানায়, যেহেতু বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী, তাই টাকার বিপরীতে ডলারের দাম বাড়লেও সার্বিক মূল্যে প্রভাব পড়বে না।
ট্যারিফ কমিশনের যুক্তি এবং ব্যবসায়ীদের মধ্যে আলোচনার পর লিটারে ৭ টাকা দাম বাড়ানোর প্রস্তাবে সায় দেয় বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তি-পাল্টাযুক্তির কারণে মূল্য নির্ধারণে সময় চলে যায় ২০ দিন। তবে ২০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়ে তা থেকে ৭ টাকায় নেমে আসা, অর্থাৎ এত কমিয়ে দাম নির্ধারণ করার পরও তা ব্যবসায়ীদের মেনে নেবার ঘটনা এবারই প্রথম।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানায়, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯২ টাকায়। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম হবে ১৭৫ টাকা। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ৯৪৫ টাকা। ১ লিটার খোলা পাম অয়েলের দাম ১৪৫ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।