Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি শক্তির সাথে যোগসাজশ থাকার সন্দেহে জাতীয় নিরাপত্তা আইনে সোমবার সকালে মিডিয়া শিল্পপতি জিমি লাইকে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। খবর ইউএনবি’র।
তার সহকারী মার্ক সাইমন টুইটারে লেখেন যে এবার বিদেশি শক্তির সাথে যোগসাজশ থাকার জন্য জিমি লাই গ্রেপ্তার হয়েছেন, খবর এপি।
হংকং পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
জনপ্রিয় ট্যাবলয়েড অ্যাপল ডেইলির মালিক জিমি লাই হংকংয়ে গণতন্ত্রের পক্ষের একজন স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং তিনি নিয়মিতভাবে চীনের কর্তৃত্ববাদী শাসনের সমালোচনা করে থাকেন।
সাইমন জানান যে পুলিশ লাই ও তার ছেলের বাসা এবং লাই প্রতিষ্ঠিত মিডিয়া গ্রুপ নেক্সট মিডিয়ার অন্য সদস্যদের বাসায় তল্লাশি চালিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।