আন্তর্জাতিক ডেস্ক : চীনের সেনাবাহিনী জানিয়েছে সামাজিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হংকং সরকার চাইলে শহরটিতে চীনা সেনা মোতায়ন করা হবে এবং আরো জানায় শনিবারে মেইনল্যান্ড সরকারের লিয়াজোঁ অফিসে হওয়া অবরোধ কোনোভাবেই গ্রহণ করা যায় না।
হংকং-এ বিতর্কিত বহিঃসমর্পণ আইনের বিরুদ্ধে সপ্তাহব্যাপী ধরে চলা গণআন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকারের লিয়াজোঁ অফিসে হামলার ব্যাপারে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র উ কিয়ান বলেছেন এর মাধ্যমে ’এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে।
বুধবার হংকংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা সম্পর্কিত নতুন একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানো বলা হয় ’হংকং-এ হওয়া প্রতিটি বিষয় আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে ২১ জুলাই কেন্দ্রীয় সরকার এর লিয়াজোঁ অফিসে হওয়া সহিংস হামলা’।
’বিক্ষোভকারীদের কিছু আচরণ কেদ্রীয় সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে যেটি কিনা এক দেশ দুই ব্যবস্থা পদ্ধতির মূলে আঘাত করার শামিল এবং যা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়।’
চীনা সেনাবাহিনী মোতায়েনের আইনি গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে চাইলে উ কিয়ান হংকংয়ের সংবিধানের গ্যরিসন আইনের আর্টিকেল ১৪ এর উদ্ধৃতি দেন। আর্টিকেলটি অনুযায়ী হংকং সরকার সামাজিক শৃঙ্খলা বজায় রাখা ও দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পিপলস লিবারেশান আর্মির হংকং গ্যরিসনে মোতায়নের সহায়তা নিতে পারে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।