ধর্ম ডেস্ক: আজ আরাফাতের দিন। আরাফাতের ময়দানে অবস্থান করছেন ২০ লাখের বেশি হাজি। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর রয়েছে এ প্রান্তর। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে হজের খুতবা।
সমবেত হাজিদের উদ্দেশে মসজিদে নামিরা থেকে খুতবা দিচ্ছেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ।
এদিকে টানা চতুর্থবারের মতো এবার হজের খুতবা বাংলা ভাষায় শোনা যাবে। খুতবার বাংলা অনুবাদ করবেন ড. খলীলুর রহমান ও আ ফ ম ওয়াহিদুর রহমান। তাদের সঙ্গে থাকবেন মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব।
তাঁরা সবাই মক্কার বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
হজের খুতবা শুনতে যেকোনো ডিভাইস থেকে মানারাতুল হারামাইন (manaratalharamain) ওয়েবসাইটে প্রবেশ করে একটি ভাষা নির্বাচন করতে হবে। মানারাতুল হারামাইন অ্যাপ, আল কোরআন চ্যানেল ও আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ইউটিউব, ফেসবুক ও টুইটারে খুতবাটি শোনা যাচ্ছে। তা ছাড়া ওয়েবসাইট থেকে বিগত বছরের খুতবা শোনার ব্যবস্থা রয়েছে।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অনুবাদের পুরো কার্যক্রম পরিচালিত হয়।
এ বছর বিশ্বের ৩০ কোটির বেশি মানুষ লাইভ সম্প্রচারিত খুতবাটি শুনবে বলে আশা করা হচ্ছে। তাই ২০টির বেশি ভাষায় এর সরাসরি অনুবাদ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তা হলো ইংরেজি, ফরাসি, ফার্সি, উর্দু, হাউসা, রাশিয়ান, তুর্কি, বাংলা, চীনা, মালয়, সোয়াহিলি, স্প্যানিশ, পর্তুগিজ, আমহারিক, জার্মান, সুইডিশ, ইতালীয়, মালায়ালাম, বসনিয়ান ও ফিলিপিনো।
লাঠি নিয়ে হজে সুদানী নাগরিক, যে উপহার দিলেন মুহাম্মাদ সাইফুল্লাহ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।