জুমবাংলা ডেস্ক : সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে দ্বিতীয় দিনে ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৫৩০ জন যাত্রী হজ পালনে সৌদি যাবেন। বুধবার (৩০ এপ্রিল) ভোর থেকে এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে প্রায় ১৩০০ যাত্রী ঢাকা ছেড়েছেন।
আশকোনা হজ ক্যাম্পে নির্ধারিত সময়ে কোন ভোগান্তি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হবে সৌদি আরব অংশের ইমিগ্রেশন। তবে এখনো কাটেনি নতুন ভিসা প্রাপ্তি নিয়ে সৃষ্ট জটিলতা। সৌদি আরবের কারিগরি ত্রুটি না সারায় এখনও ভিসা হয়নি ১৯ হাজার ৬৬৭ জনের নিবন্ধিত হজ যাত্রীদের।
এর আগে, প্রথম দিন ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী যান সৌদি আরব।
হজযাত্রীদের লাগেজের ভোগান্তি এড়াতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে কালার ট্যাগ। যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ একটি পদ্ধতি। এতে করে হাজিরা সৌদিতে যে হোটেলে অবস্থান করবেন, সেখানে সরাসরি পৌঁছে যাবে লাগেজ। সব মিলিয়ে এবারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন মুসল্লিরা।
আগামী ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।
এছাড়া, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।