হজে গমনেচ্ছু ৪৬৭জন শিক্ষক পেলেন অবসর সুবিধার ৩২ কোটি টাকা
জুমবাংলা ডেস্ক : হজে গমনেচ্ছু ৪৬৭ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার ৩২ কোট ৩৬ লাখ ৫৩ হাজার টাকা দেয়া হয়েছে। গত মঙ্গলবার ইফটির মাধ্যমে ওই শিক্ষক-কর্মচারীদের টাকা দেয়া হয়েছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসরসুবিধা বোর্ড। বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বোর্ডের উপপরিচালক বারুনী রঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসর সুবিধা বোর্ডের ব্যাপক অর্থিক সংকট থাকা সত্ত্বেও প্রতি বছরের মতো এ বছরো এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের হজের আবেদন গ্রহণ করা হয়। আবেদন যাচাই-বাছাই ও নীরিক্ষা করে ৪৬৭ জন শিক্ষক-কর্মচারীর মাঝে ইএফটি পদ্ধতিতে ৩২ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা দেয়া হয়।
অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক যিনি স্বপ্ন রচনা করেন, স্বপ্ন দেখান এবং স্বপ্নের বাস্তবায়ন ঘটান, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, শত শত বছর দারিদ্র্যের অন্ধকারে নিমজ্জিত থাকা বাংলাদেশের মানুষের জন্য আজ বাতিঘর। ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি যখন প্রথম ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের কথা উচ্চারণ করেছিলেন। তাঁর সেই স্বপ্নের সিঁড়ি ডিঙিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে সম্পূর্ণভাবে ডিজিটাল করার প্রচেষ্টা গ্রহণ করেছি।
তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর গতিশীল ও চৌকস নেতৃত্বে গোটা শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে। তাঁদের দিকনির্দেশায় আমরা অবসর বোর্ডকে শিক্ষক-কর্মচারীদের দোরগোড়ায় পৌঁছে দেয়ার কাজ করছি এবং ৪৬৭ জন শিক্ষক-কর্মচারীকে হজ পালনের উদ্দেশে অবসর সুবিধার টাকা পাওয়ার আবেদন মঞ্জুর করে ৩২ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা দেয়া হয়েছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু অবসর বোর্ডে শিক্ষক-কর্মচারীদের জন্য অনুদান বরাদ্দ করেছেন ১ হাজার ৪৫৭কোটি টাকা। এছাড়াও সংকট কাটাতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে।
শরীফ সাদী আশা ব্যক্ত করে বলেন, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দূর্যোগ অচিরেই কেটে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।