প্রতীক মুস্তাফিজ : হজ নিয়ে সৌদি আরবের কাছে বরাবরই নানা আবদার করে আসছে বাংলাদেশ। কিন্তু এবার বিষয়টা পূর্বেকার মত নয়। সম্প্রতি হজের বিষয়ে ১১টি দাবি বা প্রস্তাব রেখেছে বাংলাদেশ। ২০২০ হজ চুক্তিতে এসব বিষয় উঠে আসতে পারে। সৌদি আরবের হজ ও ওমরাহ প্রতিমন্ত্রী আবদুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাত প্রস্তাবগুলোকে আমলে নেয়া হবে বলেও জানিয়েছেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জান গেছে, সৌদি আরবে অনুষ্ঠিত হজে বাংলাদেশের হাজিদের গমন আরও স্বস্তি ও সুবিধাজনক করতে সম্প্রতি একটি বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবের কাছে ১১ টি প্রস্তাব তুলে ধরা হয়। সেগুলো হলো,
১ হজযাত্রীর কোটা বাড়ানো,
২ রুট টু মক্কা ইনিসিয়েটিভের আওতায় শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে করা
৩ হজ শেষে দেশে ফেরার সময় জেদ্দা ও মদিনা বিমানবন্দরে হাজিদের ইমিগ্রেশন সহজ করা,
৪ হাজিরা যাতে ৪২ দিনের পরিবর্তে ৩০ দিনের কম সময়ে দেশে ফেরত যেতে পারেন সে ব্যবস্থা ও ভিসা প্রক্রিয়া সহজ করা।
৫ সৌদি আরবে বাংলাদেশি হাজিদের খাওয়া-থাকাসহ সুযোগ-সুবিধা বাড়ানো,
৬ কালো তালিকাভুক্ত বেসরকারি হজ এজেন্সিগুলোর তালিকা দ্রুত প্রকাশ,
৭ হাজিদের জন্য বাধ্যতামূলক খাবার সরবরাহের প্রথা বন্ধ এবং
৮ মিনায় উন্নতমানের বাংলাদেশি খাদ্য পরিবেশন ও আবাসনের ব্যবস্থা করা।
৯ বাংলাদেশে আইন লঙ্ঘন করে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যবস্থা,
১০ হাজি পরিবহনে বাস সেবা উন্নত করা এবং
১১ ট্রেন পরিবহন সেবা বাড়ানোর প্রস্তাব দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।