বিনোদন ডেস্ক : ল’কডাউনে ঘরবন্দী হয়ে অনেকেই এখন সময় কাটাচ্ছেন সামাজিক যো’গাযোগ মাধ্যমে। বলিউডের তারকারাও নানা রকম পোস্ট করে ভক্তদের মাতিয়ে রেখেছেন।তার ভিড়ে আ’বেদনময়ী অভিনেত্রী উর্বশী রা’উতেলা ছাড়লেন গোসলের এক ভিডিও। সেটি রীতিমতো ভা’ইরাল এখন।নিজের ইনস্টাগ্রামের প্রো’ফাইলে উষ্ণ ছবি বা ভিডিও পোস্ট করে প্রায়ই বিতর্ক ছড়ান উর্বশী।
এবার তিনি গোসলের ভিডিও পোস্ট করলেন। তার একটি মিউজিক অ্যালবামের ভিডিও এটি। এই ভিডিও শেয়ার করে অভিনেত্রী সকলকে ধন্যবাদ জানান।এই ভিডিওটি ইতিমধ্যে ৬০০ মিলিয়ন ভিউ পেয়েছে। ইনস্টাতেই ১ লক্ষ ছাড়িয়েছে ভিউয়ের সংখ্যা।এদিকে আইডি হ্যাকিংয়ের শিকার হলেন উর্বশী। টুইট করে এই নিজেই জানিয়েছেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
দয়া করে কোনো মেসেজ বা পোস্টের জবাব দেবেন না। কারণ, আমি বা আমার দলের কেউ ফেসবুকে কিছু পোস্ট করছি না।’ উর্বশীর অ্যাকাউন্ট থেকে আপত্তিকর পোস্ট হওয়ার পরেই এই অভিনেত্রী বুঝতে পারেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তিনি পুলিশে অভিযোগও দায়ের করেছেন।এদিকে মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার পুলিশ সেল বিষয়টির তদন্ত করছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



