হঠাৎ কোর্ট ম্যারেজের ছবি পোস্ট করে চমকে দিলেন অভিনেত্রী

হঠাৎ কোর্ট ম্যারেজের ছবি পোস্ট করে চমকে দিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : আথিয়া শেঠি, কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রার পর এবার বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। বৃহস্পতিবার হঠাৎ টুইটারে বিয়ের খবর দিয়ে চমকে দেন স্বরা।

এদিন ঘোষণা দিলেও গত ৬ জানুয়ারি রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন ‘বীরে ডি ওয়েডিং’ অভিনেত্রী।

হঠাৎ কোর্ট ম্যারেজের ছবি পোস্ট করে চমকে দিলেন অভিনেত্রী

 

শুধু বিয়ের খবরই নয়, টুইটারে কোর্ট ম্যারেজের বেশকিছু ছবিও পোস্ট করেছেন স্বরা ভাস্কর।

টুইটারে শেয়ার করা ভিডিওতে কীভাবে তারা প্রেমের পড়েছেন, তার চম্বক অংশ তুলে ধরেন স্বরা।
টুইটারে স্বরা লিখেছেন, ‘অনেক সময় আমরা এমন কিছু খুঁজি, যা চোখের সামনেই থাকে অথচ দূরে খুঁজতে থাকি। আমরা ভালোবাসা খুঁজছিলাম, পেলাম বন্ধুত্ব। তারপর একে অপরকে খুঁজে পেলাম। আমার মনে তোমাকে স্বাগত ফাহাদ। এখানে অনেক শোরগোল কিন্তু এই মন তোমার।’

স্বরার পোস্ট শেয়ার করে ফাহাদ লিখেছেন, ‘কখনো ভাবিনি শোরগোলও এতটা সুন্দর হতে পারে। আমার হাত ধরার জন্য ধন্যবাদ।’

স্বরার স্বামী ফাহাদ আহমেদ সমাজবাদী পার্টির যুব নেতা।জানা গেছে, একটি রাজনৈতিক কর্মসূচিতে তাদের প্রথম দেখা। রাজপথের মিছিল থেকে সেই সম্পর্ক এখন পরিণয়ে রূপ নিয়েছে।

মাত্র ২৭ বছর বয়সেই ৯ হাজার কোটি টাকার মালিক এক বাঙ্গালী তরুণী