জুমবাংলা ডেস্ক : প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের পর প্রকাশে দেখা মিলল সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের। শনিবার দুপুরে নিজ নির্বাচনী আসন জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুর গ্রামের আপন চাচা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আমিনুর রহমান তালুকদারের নামাজে জানাজায় উপস্থিত হন তিনি।
জানাজায় অংশ নিয়ে ডা. মুরাদ হাসান বলেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে কোনো রাজাকার জন্মগ্রহণ করেনি। কিন্তু জামালপুরের সরিষাবাড়ীর উপজেলার আওনা ইউনিয়নে একটি রাজাকারও জন্মগ্রহণ করেনি, এটা বীর মুক্তিযোদ্ধাদের ঘাঁটি এবং সেই পবিত্র মাটি।
Advertisement
মন্ত্রিত্ব যাওয়ার পর এই প্রথম ডা. মুরাদ হাসান তার নির্বাচনী এলাকায় তার আপন চাচার জানাজায় অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম আমিনুর রহমান তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।