Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বছরের সারাটা সময়েই দিঘার সমুদ্র সৈকতে ভিড় জমায় পর্যটকরা। কিন্তু বুধবার যা হল তা ইতিহাসে প্রথমবার। নীলচে জল বদলে হঠাৎ ঘোলাটে কাদাগোলা জলে পরিণত হল দিঘার সমুদ্র সৈকত। জল এতটাই নোংরা যে কেউ স্নান ই করেনি।
অনেক পর্যটক সমুদ্রে স্নান করতে এসেও অবস্থা দেখে বেগতিক বুঝে হোটেলে স্নান সেরে নিয়েছেন জামাকাপড় নোংরা হয়ে যাওয়ার ভয়ে। পর্যটক তো কোন ছাড় অন্যদিকে স্থানীয় বাসিন্দারাও এমন ঘটনা দেখে অবাক। এরকমটা এই প্রথম হলো।
সমুদ্রবিজ্ঞানী অনন্দদেব মুখোপাধ্যায় অবশ্য বলেছেন, ‘ জলে সেডিমেন্ট লোড অর্থাৎ বলি এবং কাদার পরিমাণ বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে।’ সুবর্নরেখায় বাঁধ দেওয়ার ফলে এমনটা হয়েছে বলে মনে করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।