ভারতীয় প্রতিরক্ষায় আসতে চলেছে নতুন পদ যার নাম ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’। এই পদ থাকবে তিন বাহিনীর মাথার উপর। তিন বাহিনীর সমন্বয়ে চিফ অফ ডিফেন্স কাজ করবে।
ভারতের স্বাধীনতা দিবসে এমনটাই ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জাতীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেন, দেশবাসী তার উপর যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করে গিয়েছেন সব সময়ই। দেশবাসীর দেওয়া কাজই তিনি করছেন। এদিন তিনি ভারতের জম্মু-কাশ্মীরে ৩৭০ বিলোপ থেকে শুরু করে তিন তালাক বিল পাশ সহ তার সরকারের একের পর সাহসী সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, তার সরকারের কর্মকাণ্ড বারবার দেশবাসীকে চমকে দিয়েছে। মোদি এদিন দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আমার উপর আস্থা রাখুন।’
মোদি এদিন লালকেল্লার মঞ্চ থেকে ঘোষনা দেন, সন্ত্রাসবাদ দমনে তার সরকার একের পর এক কড়া পদক্ষেপ নেবে আগামী দিনে। ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসের দিন এভাবেই লালকেল্লা থেকে হুঙ্কার ছুড়লেন মোদি। তিনি স্পষ্ট জানালেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ এক হয়ে লড়াই করছে। কোনোভাবে কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে মদত দেওয়া চলবে না। মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে ভারত। সন্ত্রাসবাদ মুছে দিতে যা করার আমরা করব। ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষায় জোর দিয়েছেন মোদি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে শুরু থেকেই কড়া অবস্থানে থেকেছেন মোদি। এবার প্রতিরক্ষায় বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি।
মোদি বলেন, ভারতীয় প্রতিরক্ষায় নতুন পদ আনা হবে। ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’পদ থাকবে তিন বাহিনীর মাথার উপর। তিন বাহিনীর সমন্বয়ে চিফ অফ ডিফেন্স কাজ করবে। এছাড়া ভারতীয় সেনা, নৌসেনা ও বিমানবাহিনীর অধুনিকীকরণ করা হবে বলেও জানান মোদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।