বিনোদন ডেস্ক : বলিউডে এক দশকের বেশি সময় ধরে রয়েছেন ওয়ামিকা। কিন্তু আলোচনায় আসেন ‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে। এরপর ‘জুবিলি’ সিরিজেও নজর কাড়েন অভিনেত্রী। বিড়াল চোখের ওয়ামিকা এখন দর্শকদের কাছে বেশ পরিচিত মুখ। সেই সঙ্গে আলোচিতও। সম্প্রতি হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন এ অভিনেত্রী।
২৫ ডিসেম্বর পর্দায় এসেছে বরুণ ধাওয়ানের ‘বেবি জন’। যেখানে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বি।
পুষ্পার কারণে বক্স অফিসে যদিও সুবিধা করতে পারছে না বেবি জন। তবে অভিনেত্রী ওয়ামিকা জিতে নিয়েছেন অনেকের মন। ফলে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে চলছে জোর চর্চা। কেউ বলছেন, নতুন এক ঐশ্বরিয়া রাই এসেছেন বলিউডে।
আবার কারো মতে, ওয়ামিকা ভারতের নতুন ‘জাতীয় ক্রাশ’। হঠাৎ তাঁকে নিয়ে এমন আলোচনা কেন?
সম্প্রতি ‘বেবি জন’-এর প্রচারণায় বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছেন ওয়ামিকা। করেছেন ফটোশুটও। কিছু ছবিতে তাঁর চোখের চাহনি ফুটে ওঠে অনন্যরূপে। বিড়াল চোখের অধিকারিণী ওয়ামিকাকে দেখে মুগ্ধ অনুরাগীরা।
মূলত সেখান থেকেই আলোচনার সূত্রপাত। ঐশ্বরিয়ার তরুণ বয়সের একটি ছবির সঙ্গে ওয়ামিকার ছবি জুড়ে দিয়ে অহরহ পোস্ট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা রেডিটের মতো সোশ্যাল মিডিয়ায়। তবে বিষয়টি নিয়ে ওয়ামিকা কোনো প্রতিক্রিয়া দেননি এখনো।
ওয়ামিকার জন্ম ভারতের চণ্ডীগড়ে। শিশুশিল্পী হিসেবে ইমতিয়াজ আলীর নন্দিত ছবি ‘যব উই মেট’ (২০০৭) দিয়ে অভিনয়ে অভিষেক হয় তাঁর। পরে প্রধান চরিত্রের অভিনেত্রী হিসেবে পাঞ্জাবি সিনেমায় সাফল্য পান। ওয়ামিকা অভিনয় করেছেন তামিল, তেলুগু, মালয়ালম সিনেমাতেও। বলিউডে তাঁর পরিচিতি আসে ২০২৩ সালে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য় অভিনয় করে। যেটা দিয়ে বলিউড অভিষেক হয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনেরও।
বর্তমানে ওয়ামিকার হাতে রয়েছে দুটি তামিল, একটি হিন্দি, একটি পাঞ্জাবি ও একটি মালয়ালম সিনেমার কাজ। এ ছাড়া ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড : দ্য ব্লাডি কিংডম’ও রয়েছে তার হাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।