হঠাৎ শ্রাবন্তীর পেশীবহুল ছবি নিয়ে তোলপাড়!

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর হঠাৎ হলটা কী? হঠাৎ করে কেন তার পালোয়ান হওয়ার ইচ্ছা জাগলো? শনিবার থেকে এমন সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নায়িকার ভক্তদের মনে। অভিনেত্রীর ইনস্টাগ্রামে শেয়ার করা দুটি দেখেই মূলত এমন প্রশ্নের জন্ম হয়েছে।

একটি ছবিতে দেখা যায়, হলুদ রঙের লং ম্যাক্সি পরে রয়েছেন শ্রাবন্তী। মুখটা একটু গম্ভীর? অদ্ভুত ব্যাপার হল, নায়িকার মাথা থেকে পা পর্যন্ত ঠিকই আছে কিন্তু হাত বদলে সেখানে যাচ্ছে সবুজ টি-শার্ট পরা কোনও ‘মাসল ম্যান’-এর হাত! ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘মাসল যখন শব্দের চেয়েও জোরে কথা বলে।’

রহস্য উন্মোচিত হয় তার পরের ছবিতেই। সেখানে দেখা যায়, হাত বদল হয়নি শ্রাবন্তীর। জিম ট্রেনার মিঠুন সাহার পেশীবহুল দুই হাত নিয়ে সুকৌশলে এমন ভাবে পোজ দিয়েছেন অভিনেত্রী। যেটা এক ঝলক দেখলে ঘাবড়ে যেতে পারেন যে কেউ। শুধু শ্রাবন্তী নন, নিজের মাথাটিকেও অত্যন্ত কৌশলের সঙ্গে লুকিয়েছেন মিঠুন।

শ্রাবন্তীর এমন পোজে তোলা ছবি দেখে হেসে কুপোকাত তার ভক্তরা। যার কারণে কমেন্ট সেকশনে জমা পড়েছে মজার মজার সব মন্তব্য।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *