Advertisement
বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর ঘুরে ফিরেই সামনে আসছে হতাশার বিষয়টি। কেউ হতাশ হলে সেটি শুনে হতাশাগ্রস্ত মানুষকে হতাশার জায়গা থেকে বেরিয়ে আসতে সহায়তা করতে চান বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। সম্প্রতি এক টুইটে এমন বার্তা দিয়েছেন তিনি।
তার মতে, অবসাদ আর পাঁচটা অসুখের মতোই। এটা হলে চিকিত্সকের সাহায়তা নেয়া দরকার, চিকিৎসা দরকার। টুইটে তিনি লেখেন, হতাশার কথা আমাকে বলুন। ডিপ্রেশন হলো যেকোনো অন্য অসুখের মতোই একটা অসুখ।
প্রসঙ্গত, গেল রবিবার মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তখন ভারতীয় পুলিশ জানায়, আত্মহত্যাই করেছেন সুশান্ত। এরপর বলিপাড়ায় অভিযোগ ওঠে বলিউডের প্রযোজক-পরিচালকদের ব্যবহারেই হতাশ হয়ে আত্মহত্যা করেন সুশান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।