স্পোর্টস ডেস্ক: এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়েছে ভরাডুবি। আর খুব কাছে গিয়ে এবারো বিশ্বকাপের ট্রফিটা ছোঁয়া হয়নি নিউজিল্যান্ডের। বিশ্বকাপটা তাই দুদলের জন্যই হতাশার বলা যায়। সেই হতাশা ভুলে আজই মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড।
জয়পুরে রোহিত শর্মার নেতৃত্বে টিম সাউদির নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ এটি। এই সিরিজ দিয়েই ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের যাত্রা শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
দুদলের আজকের সম্ভাব্য একাদশ:
নিউজিল্যান্ড: ড্যারিল মিচেল, মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল/হার্শাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার/মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যুজবেন্দ্র চাহাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।